বাজি বিক্রেতাদের জন্য এখন আর ফূর্তির প্রাণ গড়ের মাঠ নয়। কারণ ময়দানের বদলে এবার বাজি বাজার বসবে দক্ষিণ কলকাতার বিবেকানন্দ পার্কে। সেনা অনুমতি না দেওয়াতেই ময়দান থেকে সরে গেল বাজি বাজার। টালা পার্ক, বিজয়গড়, বেহালা, কালিকাপুর এবং বিবেকানন্দ পার্ক— এই ৫টি জায়গায় ১ থেকে ৭ নভেম্বর বসবে বাজি বাজার। সেখান প্রায় ২০০টি দোকান থাকবে।
বাজি বিক্রেতাদের সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে সোমবার টালা পার্কে ১১টি বাজির শব্দ পরীক্ষা করে কলকাতা পুলিশ। তার মধ্যে ৪টি বাজির শব্দ ৯০ ডেসিবেল ছাড়িয়ে গেছে। বাজি ফাটিয়ে যন্ত্রের সাহায্যেই শব্দের মাত্রা পরীক্ষা করে দেখা হয়। তারপরই ওসিকে বাস্টার্স, ১৫ শট (স্টার উৎসব), আরাবিয়ান সেল এবং মেগা সিরিজ (সেল)— এই ৪টি বাজি নিষিদ্ধ করা হয়। প্রসঙ্গত, গত বছর পর্যন্ত রাজ্যে নিষিদ্ধ বাজির সংখ্যা ছিল ১০১।
ময়দানের বিকল্প জায়গা খুঁজে দেওয়ার জন্য কলকাতা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন বাজি বিক্রেতা সংগঠনের প্রতিনিধিরা। ময়দানে প্রায় দু’দশক ধরে বাজি বাজার বসছিল। এবার সেনার অনুমতি না পাওয়ায় জায়গা বদল করে সাদার্ন অ্যাভিনিউয়ের কাছে বিবেকানন্দ পার্কে করা হচ্ছে। ময়দানে যাঁরা দোকান দিতেন, তাঁদের অনেকে সেখানে দোকান দেবেন। সকাল সাড়ে ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে বাজি বাজার।