আসন্ন বিধানসভা নির্বাচনের প্রথম দফার আগেই কড়া পদক্ষেপ গ্রহণ করল নির্বাচন কমিশন৷ এতদিন ভোট শুরু হওয়ার ৪৮ ঘণ্টা আগে বাইক মিছিল বন্ধ করে দিতে হত৷ এ দিন নির্বাচন কমিশন নতুন নির্দেশিকায় জানিয়েছে, বাইক মিছিল বন্ধ করে দিতে হবে ভোটের ৭২ ঘণ্টা আগেই।
প্রসঙ্গত, বাইক মিছিল নিয়ে শাসক বা বিরোধী, সব শিবিরেরই অভিযোগ ছিল৷ এমনকী, যখন কলকাতায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এসেছিল, তখনও বিষয়টি নিয়ে কমিশনকে পদক্ষেপ করতে অনুরোধ করেছিল প্রায় সব রাজনৈতিক দল৷ পুলিশ প্রশাসনের কর্তাদেরও বাইক মিছিল নিয়ে কড়া হতে নির্দেশ দিয়েছিল কমিশন৷ কমবেশি সব রাজনৈতিক দলেরই অভিযোগ, বাইক মিছিল ব্যবহার করেই ভয় দেখানো হয় ভোটারদের।
উল্লেখ্য, আগামী ২৭শে মার্চ থেকে রাজ্যে ভোটগ্রহণ শুরু হচ্ছে৷ ভোটগ্রহণ পর্বে জোরালো নিরাপত্তার ব্যবস্থা করেছে কমিশন৷ রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে এবার বাংলায় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে৷ শান্তি বজায় রাখার বিষয়ে বিশেষ সতর্ক কমিশনের কর্তারা৷ সেই কারণেই এবার ভোটের তিন দিন আগে থেকেই বাইক মিছিল বন্ধ করার নির্দেশ দেওয়া হল।