কর্মীদের দাবি মেনে শুক্রবার বেশ কয়েকটি আসনে প্রার্থী বদল করেছে তৃণমূলের রাজ্য নেতৃত্ব। তার মধ্যে অন্যতম দুবরাজপুর। তবে জেলার রাজনৈতিক মহলের একাংশের মতে, দুবরাজপুরের প্রার্থী বদলের পিছনে অনেকটাই কাজ করেছে অনুব্রত মণ্ডলের আবেদন। দলের তরফে এই ঘোষণার পরই তড়িঘড়ি নতুন প্রার্থী দেবব্রত সাহাকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত। বললেন, “দেবব্রত খুব ভালো প্রার্থী। উনি জয়লাভ করবেন। দুবরাজপুরের মানুষের ভালো হবে।”
উল্লেখ্য, বীরভূমের দুবরাজপুর কেন্দ্রে অসীমা ধীবরের নাম প্রথমে ঘোষণা হলেও তাঁকে বদলে শুক্রবার নতুন প্রার্থী করা হয়েছে সিউড়ি বিদ্যাসাগর কলেজের অধ্যাপক দেবব্রত সাহাকে।
প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরেও অসীমাকে প্রচার করতে বারণ করা হয়েছিল দলের তরফে। উল্লেখ্য, ২০১৯-এর লোকসভা ভোটের হিসেবে দুবরাজপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তুলনায় প্রায় সাড়ে ১৪ হাজার ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। যদিও আত্মবিশ্বাসী অনুব্রত। “বিপুল ভোটে দুবরাজপুর থেকে জিতবেন তৃণমূল প্রার্থী।” জানিয়েছেন তিনি।