গত লোকসভা ভোটে ‘আচ্ছে দিন’-এর স্বপ্ন বেচেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৯ লোকসভা ভোটে বেচবেন টুপি, টি-শার্ট, কলম, খাতা। এসব পণ্যেও লেখা থাকছে ভোটের স্লোগান, ‘নমো এগেইন’ অর্থাৎ ‘আবার নমো’।
খুব তাড়াতাড়ি এইসব পণ্য আসছে বাজারে। মিলবে প্রধানমন্ত্রীর ‘নমো অ্যাপ’-এ। কর্মীদের এই সব পণ্য কেনার আবেদনও করছেন প্রধানমন্ত্রী। ভিডিয়ো কনফারেন্সে বলছেন, ‘বিজেপি সম্পর্কিত টিশার্ট, টুপি, বই, খাতা নমো অ্যাপে অর্ডার দিলে বাড়ি বসে পেয়ে যাবেন’। এখনও সে ভাবে এর প্রচারও শুরু হয়নি। কিন্তু তার আগেই লক্ষ টাকার সামগ্রী ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে বলে বিজেপির দাবি।
শুধু ‘নমো এগেইন’ নয়, মোদীর প্রচারে ‘নমো নমঃ’, ‘ইন্ডিয়া মোদীফায়েড’, ‘মেক ইন ইন্ডিয়া’, এমনকী গাঁধীর চশমা দিয়ে ‘মেরা ভারত, স্বচ্ছ ভারত’ স্লোগানের সামগ্রীও বিক্রি হবে বলে জানা গেছে। রাহুল গান্ধী এক সাক্ষাৎকারে মোদীকে বিঁধে বলেন, ‘বিপণনে দেশ চলে না’!
এইভাবে কোনও নেতার নামে পণ্য বিক্রির রেওয়াজ আছে পশ্চিমি দুনিয়ায়। নরেন্দ্র মোদী এবার সেটাই চালু করলেন ভারতে। কিন্তু বিরোধীদের প্রশ্ন, সরকারি অ্যাপের মাধ্যমে প্রধানমন্ত্রী কী করে পণ্য বেচতে পারেন? বিজেপির দাবি, নমো অ্যাপ সরকার নয়, বিজেপি চালায়। প্রধানমন্ত্রীও বিজেপিরই নেতা। ফলে দলের কাছে আবেদন তিনি করতেই পারেন।