প্রাক-ভোটপর্বের আবহে এতদিন ‘খেলা হবে’ স্লোগানেই সরগরম ছিল রাজ্য-রাজনীতি৷ শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপি বা বাম কর্মী সমর্থক৷ কমবেশি সব দলের নেতা কর্মীদের গলাতেই শোনা গিয়েছে খেলা হবে হুঁশিয়ারি৷ এবার নন্দীগ্রামে ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগার পর সেই স্লোগানই কিছুটা বদলে নিলেন তৃণমূল সমর্থকরা৷ যার ফলে এসএসকেএম হাসপাতালেই উঠল নয়া স্লোগান, ‘বন্ধু আবার আসছো কবে, ভাঙা পায়েই খেলা হবে৷’ মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজ নিতে বুধবার থেকেই এসএসকেএম হাসপাতালে ভিড় করছেন তাঁর সমর্থক এবং ভক্তরা৷ সেরকমই বেশ কিছু সমর্থকের হাতে এই অভিনব স্লোগান লেখা ব্যানার এ দিন দেখা গেল হাসপাতাল চত্বরে৷
সমর্থকদের মধ্যে একজন বললেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে হেঁটে মানুষের দুয়ারে পৌঁছে যান৷ কিন্তু আমাদের মনে হচ্ছে ইচ্ছাকৃত ভাবেই সেটা আটকাতে তাঁর পায়ে আক্রমণ করা হয়েছে৷ তবু আমরা জানি, পা যদি ভেঙেও যায় সেই ভাঙা পা নিয়ে মাঠে নেমে তিনি উন্নয়ন, ভালবাসা, হৃদয়ের খেলাকে নিয়ে এগিয়ে যাবেন৷’
উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের গোড়ালিতে চিড় ধরেছে৷ পায়ের ফোলা কমলে প্লাস্টারও করা হতে পারে৷ তাঁকে কবে হাসপাতাল থেকে ছাড়া হবে সে বিষয়ে শুক্রবার সিদ্ধান্ত নিতে পারেন চিকিৎসকরা৷ তৃণমূলের তরফে অবশ্য জানিয়ে দেওয়া হয়েছে, শনিবার থেকেই প্রচার শুরু করবেন মুখ্যমন্ত্রী৷ হুইলচেয়ারে করেই তিনি প্রচারে ঝড় তুলবেন, সেটা ধরে নিয়েই সভাস্থলে ব্যবস্থা রাখছে তৃণমূল নেতৃত্ব৷ তৈরি রাখা হচ্ছে হুইলচেয়ার৷ হাসপাতাল থেকে ভিডিও বার্তায় মমতা নিজেও জানিয়েছেন, খুব শিগগিরই প্রচারে ফিরতে চলেছেন তিনি।