ঐতিহ্যবাহী তাজমহলে শিবপুজো করার অভিযোগে বৃহস্পতিবার এক মহিলা সহ ৩ জনকে আটক করল সিআইএসএফ। ধৃতদের পুলিশি হেফাজতে রাখা হয়েছে। আজ মহা শিবরাত্রি। এদিন সকালে তাজমহল চত্বরে সেন্ট্রাল জলাশয়ের কাছে দিয়ানা বেঞ্চের সামনে এক মহিলাকে বসে থাকতে দেখেন সিআইএসএফ কর্মীরা। কাছে গিয়ে দেখেন রীতিমতো মন্ত্র পড়ে আরতি করছেন তিনি। এরপরেই তাঁকে আটক করা হয়। তাঁর দুই সঙ্গীকেও আটক করা হয়েছে।
ধৃত মহিলার নাম মীনা দিবাকর। স্থানীয় হিন্দু মহাসভা শাখার চেয়ারপার্সন তিনি। শিবরাত্রিতে শিবপুজো করতেই তাজমহলে এসেছিলেন। বিধিভঙ্গের অভিযোগে ধৃতদের তাজগঞ্জ পুলিশের হাতে তুলে দেয় সিআইএসএফ। ধৃতদের থানায় নিয়ে যাওয়ার খবর পেয়ে সেখানে যান হিন্দু মহাসভার জাতীয় মুখপাত্র সঞ্জয় জাট ও জেলা সভাপতি রৌনক ঠাকুর। নিয়ম অনুসারে, তাজমহল চত্বরে কোনওরকম ধর্মীয় রীতি–নীতি নিষিদ্ধ। গত বছর অক্টোবরেও তাজমহল চত্বরে হনুমান চালিশা পাঠের অভিযোগে এক মহিলাকে আটক করা হয়েছিল।