আজ শুক্রবার বিকেল পাঁচ’টার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া হতে পারে। ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছে গিয়েছে তাঁর ব্যবহারের জন্য প্রয়োজনীয় হুইলচেয়ার। সেই চেয়ারে আপাতত প্রাক্টিস করবেন মুখ্যমন্ত্রী। এরপর বিকেল চারটের পরে ফের বৈঠকে বসবে মেডিক্যাল বোর্ড। সেই বৈঠকের পরে মুখ্যমন্ত্রীকে ছাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে।
হাসপাতাল সুত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর শারিরীক অবস্থা স্থিতিশীল। পাশাপাশি, বাড়ি ফেরার বিষয়ে ইচ্ছাপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এ দিকে, ইতিমধ্যে এসএসকেএম হাসপাতালে পৌঁছে গিয়েছে মুখ্যমন্ত্রীর গাড়ি। ফলে আজই ছাড়ার সম্ভাবনা বলা যেতে পারে।
অন্যদিকে, মমতার ওপর হামলার ঘটনায় দিল্লীতে জাতীয় নির্বাচন কমিশনের দফতরে গিয়ে অভিযোগ জানালেন তৃণমূলের ৬ সাংসদের প্রতিনিধি দল। নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর পর সাংসদ সৌগত রায় ফের বলেন, ‘মমতার উপর ষড়যন্ত্র করে হামলা করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন।’ এর আগে বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েই গুরুতর প্রশ্ন তুলেছিল রাজ্যের শাসক দল৷ তৃণমূলের অভিযোগ, বুধবার নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর প্রচারে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা ছিল না৷ এমনকী প্রশ্ন তোলা হয়, রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা ও রাজ্য পুলিশের ডিজি-কে বদলের পরেই কেন এমন ঘটনা ঘটল? একইসঙ্গে নরেন্দ্র মোদী, দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁ’দের সম্প্রতি করা নানা বক্তব্যও তুলে ধরা হয়েছে তৃণমূলের তরফে।