বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর লাগাতার উস্কানিমূলক মন্তব্যের জেরে এলাকায় উত্তেজনা বাড়ছে। শুক্রবার নির্বাচন কমিশনে এমনই অভিযোগ জানালেন পূর্ব মেদিনীপুরে তৃণমূলের সাধারণ সম্পাদক সোমনাথ বেরা। এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন তিনি।
আগামী ২৭ মার্চ এবং ১ এপ্রিল, প্রথম দু’ফায় নির্বাচন রয়েছে মেদিনীপুরে। তার আগে সেখানে প্রচার কর্মসূচিতে গিয়ে তৃণমূলনেত্রী ‘আক্রান্ত’ হয়েছেন বলে অভিযোগ। তাই ভোটের আগে নিরাপত্তার দিকটি বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে নির্বাচন কমিশন। যাবতীয় অভাব-অভিযোগ খতিয়ে দেখতে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম – এই ৩ জেলার রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে শুক্রবার মেদিনীপুর শহরে জেলাশাসকের কার্যালয়ের পুরনো কনফারেন্স ভবনে বৈঠক করছেন কমিশন কর্তারা। সেখানে ছিলেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক অজয় ভি নায়েক এবং বিশেষ সাধারণ পর্যবেক্ষক বিবেক দুবে। এই বৈঠকে শুভেন্দুর নাম উঠে আসে বলে জানা গিয়েছে।
কমিশন সূত্রে খবর, শুক্রবার কমিশনের আধিকারিকদের সঙ্গে বৈঠকেই শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ জানান সোমনাথ। ভগবানপুর এবং ময়নার বাগচা এলাকার ঘরছাড়া মানুষদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতে অনুরোধ করেন। কমিশন কর্তারা তাঁর কাছে নাম, ফোন নম্বর-সহ ঘরছাড়াদের তালিকা চেয়েছে। কমিশনের তরফে সব রকম আশ্বাস দেওয়া হয়েছে বলেও সূত্রের খবর।