রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। আর কিছুদিন পর থেকেই টানা একমাস ধরে বাংলায় আটদফায় ভোটগ্রহণ শুরু হবে। যার আগে প্রতিটি দলের প্রার্থীদের প্রচারে জমজমাট বাংলার মাটি। তবে তারই মধ্যে বিজেপির প্রচার ঘিরে নয়া বিতর্ক তৈরি হল। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটপ্রচারে শিশুদের ব্যবহার পুরোপুরি অনৈতিক এবং বেআইনি। তাই খেজুরি বিধানসভা এলাকায় ভোটের প্রচারে শিশুদের ব্যবহার করার ভিডিও ছড়িয়ে পড়তেই নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।
ভিডিওটি তোলা হয়েছে খেজুরি বিধানসভা এলাকার অজানবাড়িতে। তাতে দেখা গিয়েছে, প্রচারে রয়েছেন বিজেপি প্রার্থী শান্তনু প্রামাণিক। তাঁর পাশে ছোট পড়ুয়াদের একটা বড় অংশ সেই মিছিলে যোগ দিয়েছে। তাদের মুখেও স্লোগান- “ভারত মাতা কি জয়”, “হরে কৃষ্ণ হরে হরে/বিজেপি ঘরে ঘরে।” আরও চমকপ্রদ বিষয়, ছোটদের এই মিছিলের মধ্যমণি খেজুরির বিজেপি প্রার্থী শান্তনু প্রামাণিক স্বয়ং। তিনি স্লোগান তুলছেন, সুর মেলাচ্ছে কচিকাঁচারা। এই ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গিয়েছে তুমুল তরজা।
শিশুদের সঙ্গে নিয়ে খেজুরির বিজেপি প্রার্থীর প্রচারের ঘটনা নজরে পড়েছে রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের। সংস্থার চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী এই ঘটনার নিন্দা জানিয়েছেন। তাঁর কথায়, “এটি পুরোপুরি বেআইনি কাজ। আমরা ভারতীয় জনতা পার্টির সদর দফতরে অভিযোগ জানাব। পাশাপাশি নির্বাচন কমিশনের নজরেও বিষয়টি আনব।” ভোটের আগে এই ঘটনায় স্পষ্টতই বিপাকে বিজেপি। ড্যামেজ কন্ট্রোলে নেমে স্থানীয় বিজেপি নেতৃত্বের সাফাই, এখনও ছোটদের স্কুল খোলেনি। ঘরে বসেই দিন কাটছে এখনও। এখন নির্বাচনী আবহে তারাও কিছুটা উৎফুল্ল। তাই বিজেপির প্রচার চলাকালীন তারাও ঢুকে পড়েছে সেই জমায়েতে।