স্ট্র্যান্ড রোড অগ্নিকাণ্ড নিয়ে বিজেপি নেতাদের ঠুকলেন মন্ত্রী ব্রাত্য বসু। একইসঙ্গে অমিত মালব্যের টুইটেরও প্রতিবাদও করেছেন তিনি। পাশাপাশি মর্মান্তিত অগ্নিকাণ্ডের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে বলেও মঙ্গলবার সাংবাদিক বৈঠকে জানালেন ব্রাত্য বসু।
গতকাল স্ট্র্যান্ড রোডে রেল বিল্ডিং-এর আগুনে মৃত্যু হয়েছে ৯ জনের। এই ঘটনায় ব্রাত্য বসুর প্রশ্ন , ‘এই বহুতল সম্পূর্ণ রেলের সম্পত্তি। তবু দুর্ঘটনার সময়ে রেলের কোনও ঊর্ধ্বতন কর্ম কর্তাকে কেন দেখা গেল না? তার আগের দিন এত বড় ব্রিগেডের পরও পরের দিন একজন নেতা নেত্রীকেও ঘটনাস্থলে দেখা গেল না।
এদিন তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় সরকারের সম্পত্তিতে আগুন লাগছে। রাতের বেলা আমার মুখ্যমন্ত্রী হুড়মুড় করে গিয়ে হাজির হচ্ছেন। কিন্তু রেলের কারও দেখা নেই। এত বড় দুর্ঘটনা নিয়ে রাজনীতি হওয়া উচিৎ নয়। যাঁরা মারা গিয়েছেন তাঁদের জন্য আমার তরফ থেকে এবং দলের তরফ থেকে সমবেদনা জানানো হচ্ছে।’