পামেলা গোস্বামীর মাদক মামলায় বিজেপি নেতা রাকেশ সিংয়ের বাড়িতে হানা দিল পুলিশ। কিন্তু রাকেশ সিংয়ের বাড়ির সামনে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে।সিআইএসএফের কর্মীরা বিজেপি নেতার বাড়িতে ঢুকতে পুলিশকে বাধা দিচ্ছে বলে অভিযোগ।
পামেলা গোস্বামীর মাদককাণ্ডে সোমবার রাকেশ সিংকে হাজিরার জন্য গতকাল রাতেই নোটিশ পাঠিয়েছিল কলকাতা পুলিশ। মঙ্গলবার তার জবাবে রাকেশ সিং জানান, জরুরি দরকারে দিল্লী যাচ্ছেন তিনি। তাঁর হয়ে হাজিরা দেবেন তাঁর আইনজীবীরা। দিনকয়েক পরে হাজিরা দিতে পারবেন তিনি।
এরপরই এড়াতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাকেশ সিং। কিন্তু কলকাতা হাইকোর্ট রাকেশের সেই আবেদন খারিজ করে দেয়। বিচারপতি জানিয়েছেন, রাকেশের এই আবেদনের তেমন কোন গুরুত্ব নেই। তাঁকে রক্ষা কবচ দেওয়ার কোনও প্রয়োজন আদালত দেখছে না।
দুপুর আড়াইটে নাগাদ আলিপুর চিড়িয়াখানার সামনে রাকেশ সিংয়ের বাড়িতে পৌঁছে যান কলকাতা পুলিশের আধিকারিকরা। সঙ্গে ছিল বিশাল বাহিনী। প্রথমেই তাঁদের আটকান রাকেশ সিংয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরা। তাঁদের সঙ্গে কথা বলে বাড়ির ভিতরে ঢুকলে পথ রুখে দাঁড়ান রাকেশের আত্মীয়রা। পুলিশের কাছে সার্চ ওয়ারেন্ট দেখতে চান তাঁরা।
সূত্রের খবর, বাড়িতেই রয়েছেন রাকেশ সিং। বিজেপি নেতার ছেলের দাবি, ইতিমধ্যে তাঁদের বাড়ির তিন জন পরিচারককে গ্রেফতার করেছে পুলিশ। কাগজ না দেখালে পুলিশ আধিকারিকদের দরজা ভেঙে ভিতরে ঢুকতে হবে বলে জানিয়েছেন তিনি।
নিউ আলিপুর থেকে মাদক পাচারের ঘটনায় গ্রেফতার হওয়া বিজেপি যুব মোর্চার রাজ্য সম্পাদক পামেলা গোস্বামী। কোকেন সহ পুলিশের কাছে হাতেনাতে ধরা পড়েছিলেন পামেলা ও তার সঙ্গী প্রবীর কুমার দে। আদালতে নিয়ে যাওয়ার সময় পামেলা প্রকাশ্যে অভিযোগ করেন এই ঘটনায় তাঁকে ফাঁসিয়েছে কৈলাশ ঘনিষ্ঠ বিজেপি নেতা রাকেশ সিং। রাকেশের গ্রেফতারি দাবি করেছিলেন তিনি। যদিও রাকেশ পাল্টা দাবি করেন পামেলাকে দিয়ে একথা বলানো হচ্ছে।