সুপারহিট ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ স্লোগান। তপসিয়ায় শনিবার দলের সদর কার্যালয় থেকে প্রকাশ করা এই স্লোগানটি মাত্র ৩৩ ঘণ্টায় নেটমাধ্যমে ৫ লক্ষ শেয়ার হয়েছে। এমনটাই জানিয়েছে তৃণমূল।
অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’-এর ফেসবুক পেজে গত দু’দিনে এই পোস্টার শেয়ার হয়েছে পাঁচ লক্ষেরও বেশি। কমেন্ট পড়েছে ছ’ হাজার। প্রচার সংস্থার তরফে একটি নতুন ভিডিও তৈরি করা হয়েছে। ‘ভাগ, আয়া শেরা’ শীর্ষক এই ভিডিওতে দাবি করা হয়েছে, ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ মুক্তি পাওয়ার পর প্রথম ঘণ্টায় শেয়ার হয়েছে ৪০ হাজার বার। গত ৩৩ ঘন্টায় শেয়ার হয়েছে ৫ লক্ষ বার।
তৃণমূলের তরফে এই ডিজিটাল প্রচার দফায় দফায় রাজ্যজুড়ে ছড়িয়ে দেওয়া হয়েছে। যা আজকের তারিখে রাজ্যের ২৯৪টি কেন্দ্রে সাংস্কৃতিক অনুষ্ঠান, দলের স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে রাজনৈতিক সভা এবং মিটিং–মিছিলের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।
তৃণমূল ভবন থেকে প্রকাশিত এই স্লোগানটিকে সর্বজনীন করে তুলতে একাধিক উদ্যোগ শুরু হয়েছিল প্রথম দিন থেকেই। তৃণমূলের জেলা সভাপতি ও বিধায়করা এই স্লোগানটি প্রচার করতে ইতিমধ্যে নানা কর্মসূচিও করেছেন । স্লোগানটিকে আরও বেশি সাধারণ মানুষের কাছে পৌঁছতে দলের নেটমাধ্যম সেলকেও বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।
একযোগে গোটা দল স্লোগানটিকে প্রচার করায় সাফল্য পেয়েছেন তাঁরা, এমনটাই দাবি তৃণমূল নেতৃত্বের। স্লোগান এত বেশি মাত্রায় শেয়ার হওয়ায় খুশি শীর্ষ নেতৃত্ব। স্লোগানের সাফল্য প্রসঙ্গে তৃণমূলের এক সর্বভারতীয় নেতা বলেন, ‘এমন আরও অনেক অভিনব প্রচার অপেক্ষা করছে। দিন যত এগোবে, ততই সব কিছু প্রকাশ পাবে। আর বিজেপি টের পাবে বাংলায় কী ধরনের খেলা হবে।’