প্রায় রোজই লাগামছাড়া ভাবে বাড়ছে জ্বালানির দাম। যার জেরে মূল্যবৃদ্ধি হচ্ছে পেট্রোপণ্যেরও। এ নিয়ে আগেই সরব হয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। দেশে ‘অস্থিতিশীলভাবে’ জ্বালানির দামের বৃদ্ধি নিয়ে সুর চড়িয়ে রবিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন তিনি। আহ্বান জানিয়েছেন পেট্রোল এবং ডিজেলের ওপর শুল্কের আওতা আংশিকভাবে ফিরিয়ে দিয়ে ‘রাজ ধর্ম’ পালন করার। এবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে রাম মন্দিরের প্রসঙ্গ টেনে কেন্দ্রেকে খোঁচা দিল একদা বিজেপির জোট সঙ্গী শিবসেনা।
পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে দলীয় মুখপত্র সামনায় কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রামণ শানিয়ে লেখা হয়েছে, ‘প্রতিটা মানুষেরই বাঁচার অধিকার রয়েছে। আর সরকারের উচিত সাধারণ মানুষের স্বার্থের কথা ভেবে পেট্রোপন্যের মত্য অত্যাবশ্যকীয় পণ্যগুলির আকাশ ছোঁয়া দাম অবিলম্বে প্রত্যাহার করা।যদি সরকার তার কর্তব্যের কথা ভুলে যায় তবে তা জনতা ঠিকই মনে করিয়ে দেবে।’ এখানেই না থেমে রাম মন্দির ইস্যুতেও বিজেপিকে খোঁচা দেওয়া হয়েছে সামনায়। শিবসেনার দলীয় মুখপত্রের সম্পাদকীয়তে কার্যত রসিকতার সুরে লেখা হয়, ‘রাম মন্দিরের অনুদান গ্রহণ বন্ধ করে এই কঠিন পরিস্থিতিতে সরকারের উচিত পেট্রোল-ডিজেলের বর্ধিত দাম প্রত্যাহার। এতেই আদপে ভগবান রাম খুশি হবেন।’