এসসি ইস্টবেঙ্গল ম্যাচ অতীত। এবার এটিকে মোহনবাগানের লক্ষ্য হায়দ্রাবাদ এফসি-কে হারানো। আজ যে ভাবেই হোক হায়দ্রাবাদকে হারিয়ে তিন পয়েন্ট ঘরে তুলতে মরিয়া হয়ে রয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। তাহলেই গ্রুপ লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে এটিকে মোহনবাগান। আর সেক্ষেত্রে মিলবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার ছাড়পত্রও। আর আপাতত এটাই মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে দলের স্প্যানিশ কোচ আন্তোনিও হাবাসের সামনে।
আসলে শুক্রবার ডার্বিতে জয় পেয়েছিল এটিকে মোহনবাগান। শনিবার আবার চরম শত্রু মুম্বই সিটি এফসি হেরে গিয়েছে জামশেদপুরের কাছে। এই জয়ের ফলে জামশেদপুরের প্লে-অফ খেলার স্বপ্ন যেমন জিইয়ে থাকল, অন্যদিকে গ্রুপ লিগ চ্যাম্পিয়ন হওয়ার আশাও প্রায় শেষ মুম্বইয়ের। বরং লক্ষ্যের আরও কাছাকাছি প্রায় পৌঁছে গিয়েছে হাবাস বাহিনী। সোমবার জিতলেই আগামী বছর এশিয়ান চ্যাম্পয়িন্স লিগে খেলার ছাড়পত্র পেয়ে যাবে সবুজ-মেরুন।
এই মুহূর্তে মুম্বই সিটি এফসি-র পয়েন্ট ১৮ ম্যাচে ৩৪। অন্যদিকে, সবুজ-মেরুন বাহিনী সমসংখ্যক ম্যাচ খেলে অর্জন করেছে ৩৯ পয়েন্ট। অর্থাৎ এই মুহূর্তে রয় কৃষ্ণরা পাঁচ পয়েন্টে এগিয়ে রয়েছে সের্জিও লোবেরার দলের থেকে। মুম্বই শেষ দু’টি ম্যাচ জিতলেও পৌঁছবে ৪০ পয়েন্টে। সেখানে সোমবার হায়দ্রাবাদকে হারাতে পারলেই ডেভিড উইলিয়ামস, প্রীতম কোটালরা পৌঁছবেন ৪২ পয়েন্টে। তাই সোমবারের ম্যাচের দিকেই তাকিয়ে থাকবেন সভ্য-সমর্থকরা।
এদিকে, ডার্বিতেও গোল করে এবং করিয়ে নিজের ধারাবাহিকতা বজায় রাখতে পেরে খুশি রয় কৃষ্ণ। তিনি বলেছেন “পরপর ছ’ ম্যাচে গোল করায় একটা আত্মবিশ্বাস জন্মেছে। আজ কঠিন ম্যাচ। জিততেই হবে। সেই ম্যাচেও গোল করতে হবে।” গতবার ১৫টা গোল করেছিলেন। এখনও পর্যন্ত এবার করেছেন ১৪টা গোল। আর দু’টো করলেই গতবারের সংখ্যা অতিক্রম করবেন। কৃষ্ণ জানিয়েছেন, “এটা দলগত সংহতির ফসল। নাহলে এত গোল করতে পারতাম না। আমার কাছে গোল পাওয়া বোনাস। আশা করি গতবারের ১৫ গোলের রেকর্ড ভেঙে দিতে পারব।”