বাংলার ফের নিন্দা ও কটাক্ষের মুখে মোদী সরকার। বৃহস্পতিবার অমিত শাহের সভার আগে পোস্টারে ছয়লাপ কাকদ্বীপ। ‘২ কোটি বেকারের চাকরি কোথায়?’, ‘পাঙ্গা না চাকরি দিয়ে যান’ ইত্যাদি স্লোগান লিখে জাতীয় সড়কের দু’ধারে পোস্টার, ব্যানার, রাস্তা ভরিয়ে দিলেন বাম সমর্থক ও কর্মীরা৷ কাকদ্বীপ বাসস্ট্যান্ড থেকে নামখানার নাদাভাঙা পর্যন্ত ২০ কিলোমিটার পথের দু’ধারে চোখে পড়ল অসংখ্য পোস্টার, ব্যানার। কোথাও কোথাও লিখে রাখা হয়েছে পিচের রাস্তাতেও। অমিতের সফরের আগে বৃহস্পতিবার সকাল থেকে এই ঘটনা নিয়ে মৃদু উত্তেজনাও ছড়াল সেখানে।
সূত্রে অনুযায়ী, বৃহস্পতিবার সকাল থেকেই এলাকার বিভিন্ন জায়গায় অমিত-বিরোধী পোস্টার দেখা যায়। পোস্টারে লেখা ছিল ‘২ কোটি বেকারের চাকরি কোথায়?’ কোথাও কোথাও কেন্দ্রীয় কৃষি আইনেরও সমালোচনা করা হয়েছে।কাকদ্বীপের সিপিএম নেতা মিতেন্দ্র ভুঁইয়া বলেন, ‘‘বাম ছাত্র সংগঠন নিজেদের দাবি নিয়ে পোস্টার দিয়েছে। মোদী সরকার যা প্রতিশ্রুতি দিয়েছিল, তা পূরণ হয়নি। তাই বেকারত্বের সমস্যা নিয়ে এই পোস্টার লাগানো হয়েছে।’’