আর একদিন পরেই আইএসএলে ঐতিহ্যের কলকাতা ডার্বি। উনিশে ফেব্রুয়ারি সম্মুখ সমরে নামবে এটিকে-মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গল। আইএসএলের প্রথম ডার্বিতে অনায়াসে জয় ছিনিয়ে নিয়েছিল হাবাসের এটিকে-মোহনবাগান। কিন্তু এবার কী হবে? দ্বিতীয় লেগে কি ফাওলার-ব্রিগেড ডার্বি জিততে পারবে? সেই অপেক্ষাতেই দিন কাটছে সমর্থকদের।
বড় ম্যাচে ইস্টবেঙ্গলও এবার ছেড়ে কথা বলবে না৷ এই মরসুমে শেষ চারে পৌঁছানোর আশা শেষ ব্রাইট এনোবাখারে-মাত্তি স্টেইনম্যানদের। কিন্তু লাল-হলুদের শতবর্ষে ঐতিহ্যের ডার্বি জিতে লিগ সম্মানজনক অবস্থায় শেষ করার মরিয়া চেষ্টা চালাবে লাল-হলুদ ব্রিগেড, এটুকু বেশ ভালোই বুঝতে পারছেন প্রাক্তন খেলোয়াড় থেকে শুরু করে বড়সড় কিংবদন্তীরা।
এবার ডার্বির পারদ আরও একটু চড়িয়ে দিলেন এটিকে-মোহনবাগানের অন্যতম কর্ণধার সৌরভ গঙ্গোপাধ্যায়৷ তিনবার চ্যাম্পিয়ন দলের মালিক গত মঙ্গলবার একটি বিশেষ ডার্বি প্রোমো শেয়ার করে ট্যুইট করেন৷ তিনি লিখলেন, “এই ম্যাচের চেয়ে বড় ম্যাচ হয় না, ডোন্ট মিস কলকাতা ডার্বি।” সেই টুইটে ম্যাচের তারিখ ও সময়ের সঙ্গেই সম্প্রচারক চ্যানেলের নামও উল্লেখ করে দেন মহারাজ৷
১৭ ম্যাচে সৌরভের দলের সংগ্রহ ৩৬ পয়েন্ট। এই মুহূর্তে আইএসএল-এর পয়েন্ট টেবিলের মগডালে এটিকে-মোহনবাগান৷ সবুজ-মেরুনের স্প্যানিশ কোচ হাবাস বরাবর বলে এসেছেন, শুধু প্লে-অফ নয়, পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে লিগ পর্যায় শেষ করা তাদের দলের প্রথম লক্ষ্য। কারণ, লিগ পর্যায়ে শীর্ষ স্থানে শেষ করা মানেই এফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলার দরজা খুলে যাওয়া। তবে এখন সকলের শয়নে-স্বপনে শুধু আগামীকালের বড় ম্যাচ!