রাজ্যে বিধানসভা ভোটের মুখে দাঁড়িয়ে ক্রমেই অস্বস্তি বাড়ছে বঙ্গ বিজেপির। একে তো দলের অন্দরে আদি-নব্য দ্বন্দ্ব চলছে, তার ওপর সুপ্রিম কোর্ট মামলা খারিজ করে দিচ্ছে, অমিত শাহকেও বাংলা সফর বাতিল করতে হচ্ছে। এবার তাদের চরম ধাক্কাটা দিল টাটা গোষ্ঠী। যে সময়ে রাজ্য বিজেপি সিঙ্গুর নিয়ে সরব হচ্ছে, টাটাদের ফিরিয়ে আনার বার্তা দিতে চাইছে, ঠিক সেই সময়ই খোদ টাটা গোষ্ঠীর তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়া হল এই রাজ্যে বিনিয়োগের সদিচ্ছার কথা জানিয়ে।
জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্পে শামিল হতে আগ্রহ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে টাটা প্রোজেক্টস। ওই চিঠিতে সংস্থার পূর্বাঞ্চলীয় কর্তা শান্তনু বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এ রাজ্যে শিল্প এবং নগর-পরিকাঠামো ক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে চান তাঁরা। টাটা প্রোজেক্টসের এই আর্জিকে বেশ ভাল ভাবেই গ্রহণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
স্বাভাবিক ভাবেই এই চিঠি এখন গেরুয়া এবং বাম দুই শিবিরের কাছেই বড়সড় ধাক্কা ও তৃণমূলের কাছে বড়সড় জয় হিসাবেই উঠে আসছে। সিঙ্গুরের ঘটনায় এই রাজ্যের আর্থিক বিকাশ বা শিল্পক্ষেত্রে যে কোনও ধাক্কা লাগেনি তা কার্যত প্রতিষ্ঠা পেয়ে গেল এই চিঠিতেই। যারা এতদিন সিঙ্গুর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষারোপ করে চলেছিলেন তাঁদের গালে কার্যত সপাটে চড় মেরে দিল এই চিঠি। অন্যদিকে, টাটাদের এই আগ্রহ রাজ্যের শিল্প ও বিনিয়োগগত ক্ষেত্রে বড় সাফল্য আগামী দিনে নিয়ে আসতে পারে, তা বলাই বাহুল্য।