প্রকাশ্যে হুমকি দেওয়াই হোক বা অশালীন-কুরুচিপূর্ণ মন্তব্যের ফোয়ারা ছোটানো— সবেতেই গেরুয়া শিবিরের জুড়ি মেলা ভার। বিরোধী দলের নেতানেত্রীই হোক বা বিরোধী মত পোষণকারী কোনও বিশিষ্টজন, তাঁদের বিঁধতে গিয়ে বরাবরই কুকথার আশ্রয় নিয়েছেন বিজেপির নেতা-মন্ত্রীরা। উনিশের লোকসভা নির্বাচনের আগেও তা প্রত্যক্ষ করেছিল রাজ্যবাসী। এবার বাংলায় এসে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রও সেই ধারাই বজায় রাখলেন। শুক্রবার পশ্চিম বর্ধমানে কৃষি বিলের সমর্থনে বিজেপির কর্মসূচীতে যোগ দিতে এসে নরোত্তম বলেন, ‘২০১৭ সালে উত্তরপ্রদেশে অখিলেশ যাদবকে বিজেপি ভ্যাকসিন দিয়েছিলাম। এবার মমতাকে দেওয়ার পালা। পাঁচ বছর এই ভ্যাকসিনের জের থাকবে।’
নরোত্তমের এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের অনেকের মতে, রাজনৈতিক বিরোধিতা থাকতেই পারে। তাই বলে একজন মুখ্যমন্ত্রী সম্পর্কে এ ধরনের মন্তব্য কখনওই কাঙ্খিত নয়। চুপ নেই রাজ্যের শাসক দল তৃণমূলও। এ নিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ওদের মত আমরা আনকালচার নই। ওরা কি বলে, ওদেরই জ্ঞান নেই। তবে একটা কথা বলব, কৃষক আন্দোলনের ভ্যাকসিন নরেন্দ্র মোদীর গায়ে ফুটেছে। তাই আগে দিল্লী সামলাক, পরে ভাবুক বাংলা।’ উল্লেখ্য, এর আগেও একাধিকবার তৃণমূল নেত্রীর উদ্দেশ্যে কুরুচিপূর্ণ মন্তব্য ধেয়ে এসেছে গেরুয়া শিবির থেকে। খোদ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ছাপার অযোগ্য ভাষায় গালিও দিয়েছিলেন মমতাকে। এবার নিজের ‘জাত’ চিনিয়ে দিলেন নরোত্তম।