হল না শেষরক্ষা। সহজ গোলের সুযোগ নষ্ট, আক্রমণভাগে আগ্রাসী মনোভাবের অভাব, তার ওপর মোক্ষম সময়ে রক্ষণে গলদ। ফলত মঙ্গলবার ফতোরদা স্টেডিয়ামে খালিদ জামিলের নর্থইস্টের বিরুদ্ধে মরসুমের তৃতীয় হার হজম করতে হল সবুজ-মেরুন শিবিরকে। আর এই জয়ের সুবাদে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এল নর্থইস্ট। অন্যদিকে, হারলেও ১৩ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলের দ্বিতীয় স্থানেই থেকে গেল এটিকে মোহনবাগান। উল্লেখ্য, প্রথম লেগে এই দলকেই ২-০ গোলে হারিয়েছিল হাবাসের ছেলেরা। সেই অতীত পরিসংখ্যান দেখে ফুটবল বিশেষজ্ঞরা এটিকে মোহনবাগানকে ফেভারিট হিসেবে ধরে নিচ্ছিলেন। কিন্তু ফুটবলে যে রোজ নতুন পরীক্ষা দিতে হয়, তা এদিন হাড়ে হাড়ে টের পেলেন মোহন-তাঁবুর খেলোয়াড়েরা। বিপক্ষের বক্সে এসে বারবার গোলের সুযোগ হাতছাড়া করার খেসারত দিতে হল তাঁদের। সবুজ-মেরুন রক্ষণকে নাজেহাল করে তিন পয়েন্ট নিয়ে গেল নর্থইস্ট।
মঙ্গলবার ম্যাচের শুরুটা ভালই করেছিল মোহনবাগান। রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামসের বোঝাপড়া বেশ ভালোভাবেই হচ্ছিল। কিন্তু গোল আসছিল না। প্রবীর দাসের ছন্দে না থাকা কিছুটা ভোগাল। তবে প্রবীরের ক্রস থেকে একটি দুর্দান্ত সুযোগ পান উইলিয়ামস। যদিও ফাঁকা গোল পেলেও বলে পা ছোঁয়াতে পারেননি তিনি। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই ট্যাকটিক্যাল পরিবর্তন করেন হাবাস। উইলিয়ামসকে তুলে মাঠে নামিয়ে দেন মনবীর সিংহকে। ফলে দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ে। কিন্তু ৬০ মিনিটে ডিফেন্সের ভুলে প্রথম গোল হজম করে সবুজ-মেরুন। নর্থইস্টকে এগিয়ে দেন মাচাদো। মাচাদোর গোল ও রেফারিং নিয়ে অবশ্য বিতর্কও তৈরি হয়েছে। কারণ বলটি দখল করার আগে নর্থইস্টের স্ট্রাইকার তিরিকে পুশ করেন, যা মোহনবাগানের পক্ষে ফাউল দিতেই পারতেন রেফারি ক্রিস্টাল জন।
এক গোলে পিছিয়ে যেতেই প্রবীরের বদলি হিসেবে কোমল থাটালকে মাঠে নামান আন্তোনিও। আর সেখানেই খেলার মোড় ঘোরে। কোমলের পাস থেকেই ৭২ মিনিটে গোল শোধ করেন ফিজি তারকা রয় কৃষ্ণ। ৭৫ মিনিটে আরও একটি সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু কোমলের বাড়ানো বলে পা লাগানোর জন্য বক্সে পৌঁছে গেলেও শেষ পর্যন্ত তিনি পা ছোঁয়াতে পারেননি। ৮০ মিনিটে ফের একবার সুযোগ পায় এটিকে মোহনবাগান। এবার সেই কোমলের শট নর্থইস্টের গোললাইন থেকে ফিরে আসে। তবে ম্যাচের ৮১ মিনিটে আবার বড়সড় ভুল করে মোহনবাগান ডিফেন্স। যার দামও চোকাতে হয় তৎক্ষণাৎ। সন্দেশ, প্রীতমদের বোঝাপড়ার অভাবকে কাজে লাগিয়ে হাবাসের দলের কফিনে শেষ পেরেক পুঁতে দেন ফেদ্রিকো গ্যালেগো। তাঁর গোলের সৌজন্যে ২-১ জিতল নর্থইস্ট। একই সঙ্গে এই হারের ফলে চলতি আইএসএলে তিনটি ম্যাচ হারলেন হাবাস।