ভারতের সবথেকে বড় বুদ্ধমূর্তি তৈরি হচ্ছে কলকাতার বুকেই৷ বরানগরে জোর কদমে চলছে সেই মূর্তি তৈরির কাজ৷ মূর্তিটির দৈর্ঘ্য প্রায় ১০০ ফুট। বরানগরের ঘোষপাড়ার নৈনান বান্ধব সমিতির মাঠে এই বিশালায়তন বুদ্ধমূর্তি তৈরি করছেন কুমোরটুলির মৃৎশিল্পী মিন্টু পাল৷
উল্লেখ্য, বুদ্ধগয়ার আম্মাঠোকরে বুদ্ধ ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার মিশনের বৌদ্ধ মন্দিরে এই ১০০ ফুটের সুবিশাল শায়িত বুদ্ধমূর্তি স্থাপিত হবে। মিশনের সন্ন্যাসী জানান, দেশের মধ্যে গৌতম বুদ্ধের এ ধরনের স্থাপত্য কোথাও নেই। দেশ ও বিশ্বে শান্তির বাণী ছড়িয়ে দিতেই তাঁদের এই প্রয়াস, এমনই জানিয়েছেন তিনি।
এপ্রসঙ্গে শিল্পী মিন্টু পাল জানিয়েছেন, এই ধরণের মূর্তি গড়ে তোলার কাজ পেয়ে তিনি অত্যন্ত গর্বিত। তাঁর দাবি, ভারতের কোথাও বুদ্ধ দেবের শায়িত এত বড় মূর্তি নেই। গত বছরের সেপ্টেম্বর মাস থেকে এই মূর্তি তৈরির কাজ শুরু হয়েছে৷ চলতি বছরের মার্চের শেষদিকে বা এপ্রিল মাসের শুরুতেই কাজ সম্পূর্ণ হবে, আশাবাদী মিন্টুবাবু।