মঙ্গলবার, প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্রাক্টর র্যালি ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল রাজধানী দিল্লীর পথঘাট। একের পর এক পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে গিয়ে লালকেল্লার ‘দখল’ নিয়েছিলেন আন্দোলনকারীরা। এবার তারু তদন্তে নামল ফরেন্সিক টিম। একইসঙ্গে রয়েছে বম্ব স্কোয়াডও। লালকেল্লার ভিতরে সন্দেহভাজন কিছু পড়ে রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে বম্ব স্কোয়াড। এর পাশাপাশি লালকেল্লার চারপাশ, আইটিও ও অন্যান্য জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবারের ঘটনায় কারা কারা জড়িত, তাদের চিহ্নিত করার কাজ চলছে।
লালকেল্লার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে সেখানে গিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেলও। অন্যদিকে, দিল্লী পুলিস সূত্রে খবর, দিল্লী পুলিসের সদর দফতরে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন আধিকারিকরা। দুপুরে সাংবাদিক বৈঠক করবেন পুলিশ কর্তারা। গতকালের ট্রাক্টর মিছিলে হিংসার ঘটনায় ইতিমধ্যেই ২২টি এফআইআর-ও দায়ের করেছে দিল্লী পুলিশ। এছাড়া ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবিতে মুম্বইয়ের এক আইনজীবী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন তিনি। গতকালের ঘটনার তদন্তের দাবিতে স্বাধীন কমিশন গঠনের দাবিতে আবেদন করেছেন আরও এক আইনজীবীও।