শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা অধিবেশন। সেই অধিবেশনে কৃষি আইন বিরোধী প্রস্তাব পাস করানোই মূল লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। আগামীকাল অর্থাৎ ২৮ জানুয়ারি এই প্রস্তাব বিধানসভায় পেশ করতে চলেছে তৃণমূল।
ইতিমধ্যেই বিরোধীদের এই বিষয়ে জানানো হয়েছে। অধিবেশন শুরু হলেই প্রস্তাব পেশের নোটিস জারি করা হবে। তবে কোনও দলই এখনও রাজ্য সরকারের এই প্রস্তাব পেশের সিদ্ধান্তে আপত্তি জানায়নি। সেকথা জানিয়েছেন তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। গতকালই দিল্লীর কৃষক আন্দোলন নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
করোনা আবহে সংক্ষিপ্ত হলেও আজ থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা অধিবেশ। একুশের বিধানসভা ভোটের আগে এটাই মমতা সরকারের শেষ বিধানসভা অধিবেশন। সংক্ষিপ্ত হলেও এই অধিবেশন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এই বিধানসভা অধিবেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিল ও প্রস্তাব পেশ করা হবে বলে আগেই জানানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।
বিধানসভা অধিবেশনে কৃষি আইন বিরোধী প্রস্তাব পেশ করতে চলেছে মমতা সরকার। আগেই সেকথা জানিয়েছে তৃণমূল। প্রথম থেকে কৃষি আইনের বিরোধিতায় মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছেন তিনি। তারপরেই কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব পাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তৃণমূল। এখনও পর্যন্ত এর বিরোধিতা করেননি বিরোধীরা।
প্রজাতন্ত্র দিবসে দিল্লীর রাজপথে কৃষকদের উপর লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ফাটানোর তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি অভিযোগ করেছেন মোদী সরকার কৃষক আন্দোলনকে লঘু করে দেখার চেষ্টা করছে। কেন্দ্রের উদাসীনতা এবং অসংবেদনশীল মনোভাবই প্রকাশ পেয়েছে দিল্লীতে কৃষকদের আন্দোলনে, টুইটে এমনই অভিযোগ করেছেন মমতা।