তফসিলি জাতি-উপজাতি এবং পিছড়ে বর্গের জন্য পৃথক সেল বা কমিটি গঠন করল তৃণমূল। শুধু তাই নয়, এই প্রথমবার দলের পক্ষ থেকে লিখিতভাবে কমিটির সদস্যদের নাম উল্লেখ করা হল।
এই প্রসঙ্গে বিজ্ঞপ্তি জারি করে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, পৃথক পৃথকভাবে তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য কমিটি গঠন করা হল। রাজ্যের বিভিন্ন প্রান্তের নেতাদের এই কমিটিগুলির মাথায় বসানো হয়েছে। যাতে পিছিয়ে পড়া শ্রেণি মানুষের সঙ্গে যোগাযোগ আরও বাড়ানো যায়। এদিন তফসিলি জাতি, তফসিলি উপজাতি কমিটির সদস্যদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। এই বিষয়ে তৃণমূলের এক নেতা বলেন, ‘কমিটি গঠন করা আগেই হয়েছিল। এবার পৃথক পৃথকভাবে করা হল। কারণ অনেকের অনেক অভিযোগ, পরিষেবা জানার এবং জানানোর থাকে। সেগুলি যাতে সুচারুভাবে করতে পারেন তাই এই পদক্ষেপ।’
তালিকা অনুযায়ী, তফসিলি জাতি কমিটির সভাপতি হয়েছেন ড. তাপস মণ্ডল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে রয়েছেন প্রতিমা মণ্ডল, অসিত কুমার মণ্ডল, নবীন চন্দ্র বাগ। এছাড়াও কমিটিতে রয়েছেন ছায়া দলুই, স্বপন বাউড়ি, মনোদেব সিনহা–সহ বহু সদস্য। তফসিলি উপজাতি কমিটির মাথায় রয়েছেন পূর্ব বর্ধমানের দেবু টুডু। কমিটির অন্যান্য পদে রয়েছেন জেমস কুজুর, সুকুমার মাহাতো, পরেশ মুর্মূ, জোসেফ মুণ্ডা–সহ আরও অনেকে।