কৃষকদের ট্রাক্টর র্যালিতে হিংসা নিয়ে সরব কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর কথায়, হিংসা কোনও সমস্যার সমাধান হতে পারে না। তবে, হিংসার বিরোধিতা করলেও কৃষকদের দাবিকে যে তিনি সমর্থন করেন, সেকথা এদিন আরও একবার স্পষ্ট করে দিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। তাঁর সাফ কথা, সরকারকে তিনটি ‘কালা কানুন’ প্রত্যাহার করতেই হবে।
সাধারণতন্ত্র দিবসে কৃষকদের কর্মসূচির শুরুটা হয়েছিল শান্তিপূর্ণ ট্রাক্টর র্যালি দিয়ে। পরিকল্পনা ছিল, শান্তিপূর্ণভাবে মিছিল করে সরকার তথা বিশ্ববাসীকে বার্তা দেওয়া। কিন্তু কৃষকদের লালকেল্লা দখল অনেকেই ভালোভাবে নিচ্ছেন না। সাধারণতন্ত্র দিবসে বিক্ষোভকারীরা লালকেল্লায় তেরঙ্গার পরিবর্তে নিশান সাহিবের পতাকা ওড়ালেন। অনেকে মনে করছেন, লালকেল্লায় যেভাবে অন্য পতাকা ওড়ানো হল, সেটা জাতীয় পতাকার অবমাননার শামিল। প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী টুইটে বলে দিলেন, হিংসা কখনও কোনও সমস্যার সমাধান হতে পারে না। তাঁর কথায়, ‘যার উপরই আঘাত করা হোক না কেন, হিংসা কখনও কোনও সমস্যার সমাধান হতে পারে না। এতে এই দেশই ভুগবে। তাই দেশের স্বার্থে কৃষক বিরোধী আইনগুলি প্রত্যাহার করা উচিত।’
প্রসঙ্গত, বিক্ষোভের নামে লালকেল্লায় যারা নিশান সাহিবের পতাকা উত্তোলন করেছেন, তাঁদের সঙ্গে দূরত্ব বাড়ানোর চেষ্টা করছে বিক্ষোভকারী কৃষকদের অন্যতম সংগঠন ভারতীয় কিষাণ ইউনিয়নও। বিকেইউ নেতা রাকেশ টিকায়েতের দাবি, যারা বিক্ষোভে হিংসা ছড়াচ্ছে, তারা আসলে রাজনৈতিক দলের সদস্য। তাদের আমরা শনাক্ত করতে পেরেছি। কিছু রাজনৈতিক দল আমাদের বিক্ষোভকে কলুষিত করার চেষ্টা করছে।