গত ২৩ জানুয়ারি সকালে টুইট করে তিনি জানিয়েছেন, আজাদ হিন্দ ফৌজের নামে রাজারহাটে একটি সৌধ তৈরি করবে রাজ্য সরকার৷ এছাড়াও সম্পূর্ণ রাজ্যের উদ্যোগে নেতাজির নামে একটি বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে বাংলায়৷ এবার ফের নিজের নেতাজি প্রীতির পরিচয় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, রেড রোডে ৭২তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করল রাজ্য। অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়-সহ হাতে গোনা কিছু অতিথি।
প্রসঙ্গত, নেতাজির জন্মদিনকে দেশনায়ক দিবস হিসেবে পালন করার কথা আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানও নেতাজিকেই উৎসর্গ করা হচ্ছে বলে সকালেই টুইট করেন তিনি। তাতে লেখেন, ‘ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য এবং সৌভ্রাতৃত্ব’, সংবিধানের এই আদর্শকে রক্ষা করতে এবং এগিয়ে নিয়ে যেতে লড়াই চালিয়ে যেতে হবে আমাদের। প্রজাতন্ত্র দিবসে সকল ভারতীয়কে উষ্ণ অভিনন্দন জানাই। আজকের কলকাতার কুচকাওয়াজ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করা হয়েছে’। এদিন রেড রোডে রাজ্যের ভিন্ন প্রকল্প তুলে ধরে নামানো হয় ২১টি ট্যাবলো। তার মধ্যে দেশনায়ক সুভাষচন্দ্র বসুর ছবি দিয়ে সাজানো ট্যাবলোও ছিল।