দিন দিন প্রযুক্তি এগোনোর সাথে পাল্লা দিয়ে বাড়ছে এটিএম জালিয়াতির ঘটনা। যা নিয়ে ভুক্তভোগী সাধারণ মানুষও। এই পরিস্থিতিতে নিজেদের গ্রাহকদের সুরক্ষার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। আগামী ১লা ফেব্রুয়ারি থেকে আর কাজ করবে না নন-ইএমভি এটিএমগুলো। অর্থাৎ ওই থেকে আর টাকা তুলতে পারবেন না গ্রাহকরা। গত ১৪ই জানুয়ারি টুইট করেও বিষয়টি জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, বর্তমানে বেশিরভাগ এটিএমগুলোই ইএমভি যুক্ত। অর্থাৎ টাকা তোলার সময় কার্ড মেশিনে আটকে থাকবে। এটিএম জালিয়াতি রুখতেই এই পদক্ষেপ নিয়েছে ব্যাঙ্কগুলি। তবে অনেক জায়গাতেই পিএনবি-র নন-ইএমভি এটিএম রয়েছে। আর সেগুলোই বন্ধ করতে চলেছে তারা। কারণ হিসেবে এটিএম কার্ড জালিয়াতির বিষয়টিই জানানো হয়েছে। এই নিয়ে পিএনবির তরফ থেকে টুইটারে জানানো হয়, আগামী ১লা ফেব্রুয়ারি থেকে নন-ইএমভি এটিএম থেকে আর টাকা তুলতে পারবেন না পিএনবির গ্রাহকরা। কার্ড জালিয়াতির হাত থেকে গ্রাহকদের বাঁচাতেই এমন সিদ্ধান্ত।
উল্লেখ্য, একটি সাম্প্রতিক সমীক্ষায় দেখা গিয়েছে, করোনার তুলনায় ব্যাঙ্ক গ্রাহকরা এটিএম কার্ড জালিয়াতি থেকে ডিজিটাল পেমেন্টে জালিয়াতি নিয়েই বেশি চিন্তিত। প্রায় ১০০০ জনের উপর এই সমীক্ষাটি করেছিল YouGov এবং মার্কিন সংস্থা এসিআই। যেখানে প্রতি তিনজনের মধ্যে একজন এটিএম জালিয়াতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অন্যদিকে, পাঁচজনের মধ্যে একজন কার্ড চুরি বা অনলাইনে জালিয়াতির শিকার হওয়ার কথাও জানিয়েছেন। কাজেই এবার নন-ইএমভি এটিএমগুলি বন্ধের সিদ্ধান্ত সিদ্ধান্ত নিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক।