শুভেন্দু অধিকারীর মিছিলে ‘গোলি মারো’ স্লোগান নিয়ে রাজ্য রাজনীতিতে চলছে চাপানউতোর। চন্দননগরের স্লোগান কাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই শুরু ধরপাকড়। বিজেপি যুব মোর্চার নেতা সুরেশ সাউ-সহ তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ।
গত লোকসভা নির্বাচনের আগে বিজেপির একটি সমাবেশ থেকে সিএএ বিরোধীদের দিকে এইভাবেই আক্রমণ শানানো হয়েছিল। দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া হয়। বিভিন্ন মহল থেকে এই স্লোগানের বিরুদ্ধে প্রতিবাদ হয়। তবে বিধানসভা নির্বাচনের আগে বাংলায় একের পর এক রাজনৈতিক দলের অনুষ্ঠান চলাকালীন ‘গোলি মারো’ স্লোগান ওঠায় রাজনৈতিক মহলে উঠেছে সমালোচনার ঝড়।
বুধবার চন্দননগরে রোড শো ছিল বিজেপির। সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানো শুভেন্দু অধিকারী, সাংসদ লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং, স্বপন দাশগুপ্ত অংশ নেন তাতে। লরিতে চড়ে দিব্যি ফুল ছুঁড়ে, হাত নাড়িয়ে রোড শো চলছিল। আচমকাই বেশ কয়েকজন ‘গোলি মারো’ স্লোগান দেন। তাতেই পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। বিড়ম্বনায় পড়েন বিজেপি নেতারা। এরপর সন্ধেয় চন্দননগর কমিশনারেটে এ প্রসঙ্গে একটি লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিজেপি নেতা সুরেশ সাউ-সহ তিনজনকে গ্রেপ্তার করে।