সুশান্ত সিং রাজপুতের মতো বলিউড তারকাই হোক বা দলীয় কর্মী থেকে আম আদমি, মৃত্যু নিয়ে রাজনীতি করতে গেরুয়া শিবিরের জুড়ি মেলা ভার। গোঘাটের গণেশ রায়ের মৃত্যুর পরও বাবার মৃত্যু নিয়ে বিজেপি রাজনীতি করছে বলে অভিযোগ তুলেছিল তাঁর পুত্র। এবার ফের মুখ পুড়ল তাদের। হাওড়ার সাঁকরাইলে মৃত কলেজ ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করতে বাধার মুখে পড়লেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার নাজিরগঞ্জে মৃত রুকসানা খাতুনের পরিবারের সঙ্গে দেখা করতে যান তিনি। ১১ দিন নিখোঁজ থাকার পর গত সপ্তাহে বাড়ির সামনে পুকুরে মেলে কলেজ ছাত্রীর দেহ। অগ্নিমিত্রা মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে গেলে ‘গো ব্যাক’ স্লোগান ওঠে।
রুকসানা খাতুনের মৃত্যুতে হত্যার অভিযোগ দায়ের করেছে পরিবার। কিন্তু অভিযুক্তরা কেউ গ্রেফতার না হওয়ায় গত সোমবার অগ্নিগর্ভ চেহারা নেয় এলাকা। অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে পথ অবরোধ করেন স্থানীয়রা। অবরোধ তুলতে লাঠি চালায় পুলিশ। ছোড়ে কাঁদানি গ্যাস। এরপর হঠাতই মঙ্গলবার নিহত তরুণীর পরিবারের সঙ্গে দেখা করতে নাজিরগঞ্জে যান অগ্নিমিত্রা। কিন্তু তিনি সেখানে পৌঁছতেই তাঁকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান উঠতে থাকে। অভিযোগ করা হয় রুকসানার মৃত্যু নিয়ে রাজনীতি করার লক্ষ্যেই সেখানে উপস্থিত হয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই বাধা পেরিয়ে আর মৃতের পরিবারের সঙ্গে দেখা করা হয়নি অগ্নিমিত্রার।