চলতি আইএসএলে আপাতত দ্বিতীয় স্থানে এটিকে মোহন বাগান। ১১ ম্যাচে তাদের সংগ্রহ ২১ পয়েন্ট। গত মরশুমেও একাদশ রাউন্ডের পর সমসংখ্যক পয়েন্ট সংগ্রহ করেছিল আন্তোনিও লোপেজ হাবাসের দল। তাই গত দু’টি ম্যাচে পয়েন্ট নষ্ট করলেও চিন্তিত নন সবুজ-মেরুনের স্প্যানিশ মিডিও এডু গার্সিয়া। আগামী বৃহস্পতিবার চেন্নাইয়ান এফসি’র মুখোমুখি হবেন তাঁরা। মঙ্গলবারই এই ম্যাচের প্রস্তুতি শুরু করলেন রয় কৃষ্ণা-ডেভিড উইলিয়ামসরা।
এদিন অনুশীলন শেষে এডু জানান, ‘মুম্বইয়ের কাছে হারের পর গোয়ার বিরুদ্ধে ড্র করেছি। তবে ভুলে গেলে চলবে না, এই দু’টি দল এবারের টুর্নামেন্টে অন্যতম সেরা। ফলে তাদের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করলেও আমরা এখনও দ্বিতীয় স্থান ধরে রেখেছি। তবে জয়ের চেনা রাস্তায় দ্রুত ফিরতে হবে। আশা করি, চেন্নাইয়ের বিরুদ্ধে তিন পয়েন্ট পাব।’
বৃহস্পতিবার এটিকে মোহন বাগান ম্যাচের আগে চিন্তায় চেন্নাইয়ান এফসি’র কোচ লাজলো। হ্যামস্ট্রিং চোটের জন্য এই ম্যাচে খেলতে পারবেন না দলের নির্ভরযোগ্য মিডিও অনিরুদ্ধ থাপা।
গত ম্যাচে ফ্রি-কিক থেকে দুরন্ত গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন এডু। তবে সেই লিড ধরে রাখতে ব্যর্থ সন্দেশ-তিরিরা। গোল হজমের চেয়েও গোল করার ব্যাপারে আরও মুন্সিয়ানা দেখাতে হবে বলেই মত বাগানের স্প্যানিশ মিডিওটির। এই প্রসঙ্গে এডুর বক্তব্য, ‘গোল করলে সবারই ভালো লাগে। তবে আমার কাছে দলের জয়ই অগ্রাধিকার পায়। এটা ঠিক যে, গতবারের তুলনায় এই মরশুমে আমরা নিয়মিত গোল তুলে নিতে পারছি না। এই ব্যাপারে পর্যাপ্ত উন্নতির অবকাশ অবশ্যই রয়েছে। তবে ম্যাচের রং বদলে দিতে সক্ষম ফুটবলারদের সংখ্যাও দলে কম নেই।’