উত্তর দিনাজপুরের সদর শহর রায়গঞ্জ থেকে দলীয় নেতা-কর্মীদের একসঙ্গে জোট বেঁধে কাজ করার পরামর্শ দিলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। একইসঙ্গে নির্দেশ দিলেন বুথে বুথে গিয়ে প্রচারের। তিনি বললেন, মানুষের পাশে থেকে তাঁদের সমস্যা সমাধান করতেই হবে।
আজ দুপুরে রায়গঞ্জ শহরের রবীন্দ্রভবনে জেলা তৃণমূলের সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম। সেখান থেকে দলের কর্মীদের বলেন, “দলের জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে। বুথে বুথে গিয়ে প্রচার করুন। মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে আমরা থাকব, তা না হলে গোটা বাংলা ছিন্নভিন্ন হয়ে যাবে, শেষ হয়ে যাবে।”
এরপর তৃণমূলত্যাগীদের তুলোধনা করে তিনি বলেন, “যারা চলে গেল, সেসব কথা ছেড়ে দিন। বেইমানরা সব নিয়ে চলে গেল, ওটা ওদের স্বভাব। এসব কথা না ভেবে, বাংলাকে গুজরাত বানাতে দেব না, এই মন্ত্র নিয়ে বুথে বুথে ঝাঁপিয়ে পড়ুন।” দলীয় কর্মীদের মনোবল বাড়াতে এদিন পুরমন্ত্রী বলেন, “আগামী তিনপুরুষ বিজেপি ঢুকতে পারবে না বাংলায়। গেরুয়াদের ঠেকানোর একমাত্র অস্ত্র তৃণমূল। কারণ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আছে।”
অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ করে ফিরহাদ হাকিম বলেন, “সুভাষচন্দ্র বসুর জন্মদিবস হইহই করে করছি, সেটা বড় কথা নয়। নেতাজির নীতি বাস্তবে আনতে হবে, তা হলেই নেতাজিকে শ্রদ্ধা জানানো সম্ভব।” এদিন ইসলামপুরের বিধায়ক যত দ্রুত সম্ভব সব আসনের প্রার্থীর নাম ঘোষণার জন্য ফিরহাদকে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পরামর্শ দেন। বলেন, আগেভাগে প্রস্তুতি সেরে ফেললে তাঁদের পক্ষে অনেক সুবিধা হবে।