মর্মান্তিক দুর্ঘটনা গুজরাতের সুরাটে। মধ্যরাতে ফুটপাথে ঘুমন্ত মানুষদের উপরে উঠে পড়ল ট্রাক। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত ৬ জন। পুলিশের দেওয়া প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, সুরাটের কোসাম্বায় মধ্যরাতে একটি ট্রাক আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উঠে পড়ে ঘুমন্ত মানুষদের উপরে। অন্তত ১৩ জনের মৃত্যুর কথা প্রাথমিক ভাবে জানানো হলেও পরে মৃতের সংখ্যা বেড়েছে।
গতকাল রাতে রোজকার মতো সারাদিনের কাজের শেষে শ্রমিকরা ফুটপাথে ঘুমিয়ে ছিলেন। ঠিক সেই সময়ই দুর্ঘটনা ঘটায় কারও পক্ষেই সরে যাওয়া সম্ভব হয়নি। এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকায় মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশকর্মী। তাঁরা উদ্ধারকার্য শুরু করেছেন। তাঁদের সঙ্গে স্থানীয় জনতাকেও হাত লাগাতে দেখা গিয়েছে।
জানা গিয়েছে, মৃতরা সকলেই রাজস্থানের বান্সওয়াদা জেলার বাসিন্দা। তাঁর পরিযায়ী শ্রমিক হিসেবে গুজরাতে কাজ করতে এসেছিলেন। সুরাটের পুলিশ সুপারিটেন্ডেন্ট সিএম জাদেজা জানিয়েছেন, ”আখবোঝাই ওই ট্রাকটির সঙ্গে একটি ট্রাক্টরের ধাক্কা লাগলে সেটি নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তে সেটি ফুটপাথে ঘুমন্ত মানুষদের পিষে দেয়।” প্রাথমিক ভাবে ১৩ জনের মৃত্যু হলেও পরে আহতদের মধ্যে আরও ২ জনের মৃত্যু হয়। বাকি আহতদের হাসপাতালে ভরতি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা পুলিশের।