ফেব্রুয়ারিতে আসন্ন ইংল্যান্ড সিরিজেই দলে ফিরছেন অধিনায়ক বিরাট কোহলি ও পেসার ইশান্ত শর্মা। পিতৃত্বকালীন ছুটি নিয়ে প্রথম টেস্টের পরেই দেশে ফিরেছিলেন বিরাট। আইপিএলের মধ্যেই চোট নিয়ে সংযুক্ত আরব আমিরশাহি থেকে দেশে ফিরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করছিলেন ইশান্ত। পরে বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়, তাঁকে অস্ট্রেলিয়ায় পাঠানো হবে না। আজ, মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টের জন্য দল বাছতে বসবেন নির্বাচকেরা। এর নেতৃত্বে থাকবেন নির্বাচক কমিটির নতুন চেয়ারম্যান চেতন শর্মা।
চিপকে আগামী ৫ই ফেব্রুয়ারি প্রথম টেস্ট খেলবে ইংল্যান্ড। তলপেটের এবং পিঠের পেশিতে চোটের জন্য ব্রিসবেনে ভারত বনাম অস্ট্রেলিয়ার চলতি চতুর্থ টেস্টে খেলতে পারেননি আর অশ্বিন এবং যশপ্রীত বুমরা। বিশ্রাম পর্ব শেষ করে তাঁরাও দলে ফিরতে পারেন বলে আশাবাদী ক্রিকেটমহল।যদিও গুরুতর চোটপ্রাপ্ত মহম্মদ শামি , রবীন্দ্র জাডেজা, উমেশ যাদব ও হনুমা বিহারী-র নাম মঙ্গলবার দল নির্বাচনে উঠবে না বলেই জানা গিয়েছে। চোট পুরোপুরি সারিয়ে উঠতে সময় লাগবে তাঁদের, ইঙ্গিত মিলেছে এমনটাই।
প্রসঙ্গত, চেতন শর্মার নেতৃত্বাধীন নতুন নির্বাচকমণ্ডলী দলে নতুন মুখ বেশি যুক্ত করার পক্ষপাতী নন। তাঁদের মতানুযায়ী, অস্ট্রেলিয়ায় এই মুহূর্তে যাঁরা খেলছেন, তাঁরা প্রত্যেকেই ফিট রয়েছেন। তাঁদের নিয়েই গঠিত হবে ইংল্যান্ড টেস্টের দল। অস্ট্রেলিয়া থেকে ফেরার পরে ২৭শে জানুয়ারি জৈব সুরক্ষা বলয়ে ঢুকে পড়বে ভারতীয় দল। যে দলে ১৬-১৮ জন ক্রিকেটারকে রাখার পাশাপাশি কিছু নেট বোলারকেও রাখার চিন্তাভাবনা করছে বিসিসিআই। ৫-৯ ফেব্রুয়ারি এবং ১৩-১৭ ফেব্রুয়ারি চেন্নাইয়েই অনুষ্ঠিত হবে প্রথম দুই টেস্ট। বাকি দুটি টেস্ট অনুষ্ঠিত হবার কথা আহমেদাবাদের মোতেরায়।