পরপর দু’টি ম্যাচে পয়েন্ট নষ্ট করেছে এটিকে মোহন বাগান। মুম্বই সিটি এফসির কাছে হারের পর রবিবার এফসি গোয়ার বিরুদ্ধে এগিয়ে গিয়েও ড্র করেছেন রয় কৃষ্ণারা। ফিজির ফুটবলারটি ইদানীং গোলের মধ্যে নেই। প্রতিটি দলের ডিফেন্ডার তাঁকে মার্কিং করছেন। ছেলেদের খেলায় অখুশি ভারত।
রবিবার ম্যাচের পর সবুজ-মেরুনের কোচ হাবাস জানিয়েছেন,‘এফসি গোয়ার মতো ছন্দে থাকা একটি দলের বিরুদ্ধে ড্র করাটা খুব খারাপ ফল নয়। তবে ছেলেদের খেলায় আমি খুশি নই।
এটিকে মোহন বাগানের কোচ দলের খেলায় দোষত্রুটির কথা স্বীকার করে নিলেও আসল কথাটি বলেননি। গত তিন-চারটি ম্যাচে দলের মিডফিল্ডাররা ছন্দে নেই। গোয়ার বিরুদ্ধে সবুজ-মেরুনের মাঝমাঠকে খুঁজে পাওয়া যায়নি। এডু গার্সিয়া কিছুটা বল ধরে খেলার চেষ্টা করেছেন। ফ্রি-কিক থেকে অসাধারণ গোল করার পরেও তাঁকে হঠাৎ তুলে নেন হাবাস। ম্যাচের পর এই প্রসঙ্গে সবুজ-মেরুন কোচ জানান, এডুকে তুলে নিয়ে তিনি কিছুটা ভুলই করেছেন।