ব্রিসবেনে অস্ট্রেলিয়া করেছিল ৩৬৯ ও ২৯৪। প্রথম ইনিংসে ভারতীয় দল ৩৩৬ রান তোলে। দ্বিতীয় ইনিংসে অজিঙ্ক রাহানের দলের সামনে ৩২৮ রানের টার্গেট। সেই টার্গেট ছুঁয়ে ফেলতে পারলে ভারত ব্রিসবেনে ইতিহাসের নতুন অধ্যায় লিখে আসবে। তবে কাজটা সহজ নয়।
অ্যাডিলেডে লজ্জাজনক হারের পর মেলবোর্নে দুরন্ত কামব্যাক। সিরিজে সমতা ফেরায় রাহানের দল। সিডনির ড্রতেও গরিমা ছিল। কারণ, খাদের কিনারায় দাঁড়ানো ভারতীয় দলকে ধাক্কা দেওয়ার জন্য অপেক্ষাতেই ছিল অস্ট্রেলিয়া। কিন্তু তা পারেনি অজিরা। ব্রিসবেনে পরিস্থিতি সিডনির মতো ততটাও ভারতের প্রতিকূলে নেই। তাই অজিভূমে ইতিহাসের লক্ষ্যে রাহানের টিম ইন্ডিয়া। গাব্বায় ড্র করতে পারলেই বর্ডার-গাভাসকর ট্রফি ভারতের দখলেই থেকে যাবে।
৩২৪ রানের টার্গেট নিয়ে পঞ্চম দিনের শুরুতে ওপেনার রোহিত শর্মা (৭) ফিরে গেলেন। এরপর চেতেশ্বর পূজারাকে সঙ্গে নিয়ে গাব্বায় দুরন্ত ক্রিকেট খেললেন শুভমান গিল। কামিন্স, হ্যাজলউড, স্টার্কদের বিরুদ্ধে সাবলীল ব্যাটিং গিলের। ১৪৬ বলে ৯১ রান করলেন তিনি। ৯ রানের জন্য কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি মাঠে ফেলে এলেন ২১ বছরের শুভমান। ৮টা চার আর ২ টো ছক্কায় সাজানো গিলের ৯১ রানের ইনিংস।