সোমবার নন্দীগ্রামে মাস্টারস্ট্রোক খেলেছেন। রাজ্য রাজনীতির পারদ এক লাফে চড়েছে অনেকটা। আজ, মঙ্গলবার দুপুর ১ টা নাগাদ পুরুলিয়ার হুটমুড়া স্কুলের মাঠে সভা করতে চলেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সভা ঘিরে ইতিমধ্যেই নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে গোটা জেলা জুড়ে।
অন্যদিকে শুভেন্দুকে জবাব দিয়ে কলকাতাতেও মিছিল তৃণমূলের। এরই মাঝে দক্ষিণ কলকাতায় র্যালি তৃণমূলের। টালিগঞ্জ ট্রামডিপো থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করবে ঘাসফুল শিবির। মিছিলে থাকবেন অরূপ বিশ্বাস, মালা রায়, শোভনদেব চট্টোপাধ্যায়রা। র্যালির শেষে হাজরা মোড়ে সভা করবে তৃণমূল।
নন্দীগ্রামই যে তাঁর লাকি চার্ম। সেকথা গতকালই জানিয়েছেন মমতা। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর প্রথমবার তাঁর কেন্দ্রে গেলেন তৃণমূল নেত্রী। তেখালির মাঠের সভা থেকে নন্দীগ্রামের মানুষের উদ্দেশে কী বার্তা দেন, কী ঘোষণা করেন মুখ্যমন্ত্রী, সেদিকে নজর ছিল সবারই। আর সেই সভামঞ্চ থেকেই একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ‘প্রথম প্রার্থী’র নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তাঁর ঘোষণা, ভবানীপুরকেও নিরাশ করবেন না। ম্যানেজ করতে পারলে, দুই কেন্দ্র থেকেই এবার বিধানসভা ভোটে লড়বেন তিনি। সবমিলিয়ে একুশের মেগাফাইটে সরগরম রাজ্যরাজনীতি।