কোভিড পরিস্থিতির মোকাবিলায় অসামান্য ভূমিকা পালন করার জন্য গতমাসেই ‘স্কচ অ্যাওয়ার্ড গোল্ডেন’ এসেছিল রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণাধীন এই দফতরের গ্রিভান্স রিড্রেসল সেলের প্রচেষ্টার ফলেই মিলেছিল এই স্বীকৃতি। আর এবার একমাস না যেতেই ফের একবার জাতীয় স্তরে পুরস্কৃত মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।
২০২০ সালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ‘স্কচ অ্যাওয়ার্ড’এর মনোনয়নের জন্য পাঠানো হয়। তাদের সবকটির মধ্যে বাংলার দুই পরিষেবাকেই সেরা হিসেবে বেছে নিয়েছেন বিচারকরা। গভর্ন্যান্স অর্থাৎ জনপরিষেবা বাংলা সরকার ‘স্কচ অর্ডার অফ দ্য মেরিট’ পুরস্কার লাভ করেছে এবং এসবিএসটিসি মাথায় উঠেছে ‘স্কচ গোল্ডেন অ্যাওয়ার্ড’। সোমবারই পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আর তাতেই দেখা গেল, করোনা কালে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা খুব ভাল কাজ করার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার জিতে নিয়েছে। এছাড়া যানজট নিয়ন্ত্রণেও প্রশংসনীয় কাজ করেছে রাজ্য সরকারের পরিবহণ সংস্থা।
এর আগেও নাগরিক পরিষেবার বিভিন্ন ক্ষেত্রে ‘স্কচ অ্যাওয়ার্ড’ পেয়েছে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এবার সেই মুকুটে যোগ হল আরেক পালক। কোভিড পরিস্থিতিতে কীভাবে ট্রাফিক ম্যানেজমেন্ট করেছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা, সে বিষয়ে একটি বিস্তারিত রিপোর্ট-সহ ‘স্কচ অ্যাওয়ার্ড’এ অংশ নিয়েছিল সংস্থা।পাশাপাশি, লকডাউন পর্বে জরুরি ভিত্তিতে পরিবহণ ব্যবস্থাও কীভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে, তা নিয়েও একটি প্রেজেন্টেশন দেওয়া হয়। স্বাস্থ্যকর্মী, পরিযায়ী শ্রমিকদের জন্য পরিবহণের ব্যবস্থা করা তার মধ্যে অন্যতম।