আজ দক্ষিণ কলকাতায় বিজেপির মিছিল থেকে হামলার অভিযোগ তুলল তৃণমূল। যার জেরে আগামীকাল, অর্থাৎ মঙ্গলবার পাল্টা প্রতিবাদ মিছিল করার ডাক দিল ঘাসফুল শিবির। এ দিন শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের রোড শোকে কেন্দ্র করে রীতিমত উত্তেজনা ছড়ায় দক্ষিণ কলকাতার চারু মার্কেট এলাকায়৷ শুভেন্দুর রোড শো থেকে স্থানীয় এলাকায় তাণ্ডব চালানো ও কর্মীদের মারধরের অভিযোগ এনেছে তৃণমূল। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার টালিগঞ্জ থেকে রাসবিহারী পর্যন্ত প্রতিবাদ মিছিল করবে শাসক দল৷
এ দিন টালিগঞ্জ থেকে রাসবিহারী মোড় পর্যন্ত মিছিল করেন শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ৷ বিজেপি শিবিরের অভিযোগ, মিছিল চারু মার্কেট এলাকাতে পৌঁছতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ সূত্রের খবর, রাস্তায় দলীয় পতাকা লাগাচ্ছিল কয়েকজন তৃণমূল কর্মী। তা দেখেই ওঁদের দিকে তেড়ে যান বিজেপি সমর্থকরা৷ হাতের কাছে পেয়ে বেশ কয়েকটি বাইকও ভাঙচুর করেন বিজেপি কর্মীরা৷ কয়েকটি বাড়িতেও হামলার অভিযোগ ওঠে৷ প্রায় তিরিশ মিনিট ধরে এলাকায় এই অশান্তি চলে৷
এই ঘটনার খবর পেতেই এলাকায় যান মন্ত্রী অরূপ বিশ্বাস এবং শোভনদেব চট্টোপাধ্যায় ৷ স্থানীয় তৃণমূল কর্মী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেন দু’জনে৷ অরূপবাবু অভিযোগ করেন, “আমাদের কয়েকজন কর্মী পতাকা লাগাচ্ছিলেন৷ কিন্তু মিছিল থেকে তাঁদের লক্ষ্য করে প্রথম পাথর ছোড়া হয়৷ এলাকায় ঢুকে সাধারণ মানুষের ওপর অত্যাচার, ভাঙচুর করা হয়, তাণ্ডব চালানো হয়েছে৷ বিজেপি বাংলাকে অশান্ত করার চেষ্টা চলছে৷”
এলাকার স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “কেউ ইট ছুড়লে তো হাতে দলের পতাকা নিয়ে করবে না৷ আমাদের কর্মীদের হাতে দলীয় পতাকা ছিল৷ তাঁরা শান্তিপূর্ণ ভাবে পতাকা লাগাচ্ছিলেন৷ বিজেপি-র মিছিল থেকে প্রথমে কুৎসিত অঙ্গভঙ্গি এবং গালিগালাজ করা হয়, ইট ছোড়া হয়৷ স্বাভাবিক ভাবেই তারপর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে৷ আমরা এই হামলার প্রতিবাদে আগামীকাল রাস্তায় নামব। বিজেপিকে যোগ্য দেবে সাধারণ মানুষ।”