ঠিক যেন ২০১১-র পুনরাবৃত্তি! ১০ বছর পর দাঁড়িয়ে ফের বঙ্গ রাজনীতির স্পটলাইট হয়ে উঠল সেই নন্দীগ্রাম। ইতিমধ্যেই আজ ‘লাকি’ নন্দীগ্রামে দাঁড়িয়ে সেখানেই ভোটে লড়ার কথা ঘোষণা করে বিরাট চমক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি ওই মঞ্চ থেকেই নন্দীগ্রামে ভোটে দাঁড়ানোর জন্য শুভেন্দু অধিকারীর কাছে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়ও।
আজ শুভেন্দুকে একপ্রকার চ্যালেঞ্জ ছুঁড়ে সৌগত রায় বলেছেন, “এবার শুভেন্দু নন্দীগ্রাম থেকে দাঁড়াবেন তো? হিম্মত থাকলে দাঁড়ান…” উল্লেখ্য, ২০২০ সালের শেষ লগ্নে তৃণমূল কংগ্রেস ছেড়ে হাতে গেরুয়া পতাকা তুলে নেন কাঁথির অধিকারী পরিবারের মেজ ছেলে। একুশের ভোটযুদ্ধের মুখে শুভেন্দুর মতো হেভিওয়েট নেতার দলবদল ঘিরে শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। এই প্রেক্ষিতে বিধানসভা নির্বাচনের মুখে শুভেন্দুরই কেন্দ্রে গিয়ে যেভাবে সেখানে ভোটে লড়ার ডাক দিলেন মমতা, তাতে ভোটের পারদ আরও চড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
অন্যদিকে, তৃণমূল সুপ্রিমোর এ হেন ঘোষণার পর শুভেন্দু অধিকারী কি তাঁর নিজের কেন্দ্রে ফের দাঁড়াবেন? এ প্রশ্ন ঘিরেই জোরদার চর্চা শুরু বঙ্গ রাজনীতিতে। এই পরিস্থিতিতে যে ভাষায় শুভেন্দুকে চ্যালেঞ্জ জানালেন সৌগত, তাও উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে। এদিন, তেখালির সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নন্দীগ্রাম আমার লাকি জায়গা। নন্দীগ্রাম থেকে ২০২১ থেকে তৃণমূল জিতবে। নন্দীগ্রাম থেকেই শুরু হল তৃণমূলর জেতার পালা। নন্দীগ্রামে আমি দাঁড়াবই। আমার বিবেক একথা বলল।”