মুখ বুজে স্লেজিং সহ্য করা নয়, এখন চোখে চোখ রেখে লড়াই করতে জানে বর্তমান ভারতীয় দল। দলের একাধিক খেলোয়াড়ের চোট-আঘাত। তা সত্ত্বেও রীতিমত দ্বিতীয় সারির দল নিয়ে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করছে অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। এমনকী অস্ট্রেলিয়া যখনই ভারতীয় ক্রিকেটারদের মানসিকভাবে চাপে ফেলার চেষ্টা করেছে, যোগ্য জবাব দিয়েছেন রাহানেরাও। এবার একই পথে হাঁটলেন রোহিত শর্মাও। সিডনি টেস্টে পন্থ ব্যাটিং করার সময় যা করেছিলেন স্টিভ স্মিথ, এবার অজি ক্রিকেটারের সামনে সেই কাজই করলেন রোহিত শর্মা। ঠিক যেন ইঁটের বদলে অজি প্লেয়ারকে পাটকেল ছুঁড়লেন।
এর আগে সিডনিতে স্টিভ স্মিথকে দেখা যায় খেলা চলাকালীন ক্রিজে দাঁড়িয়ে পন্থের গার্ডের জন্য দেওয়া মার্ক নষ্ট করতে। তা দেখে অনেকেইর0অক্স অভিযোগ তুলেছেন, এটা ইচ্ছাকৃতভাবেই করেছেন স্মিথ। এমনকী নেটিজেনরা এটাকে তাঁর ‘ব্রেন ফেড 3.0’ আখ্যা দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয় তৃতীয় টেস্টের সেই ভিডিও। প্রাক্তনদের মধ্যেও অনেকেই এর জন্য স্মিথের সমালোচনাও করেন। তাঁকে সতর্কও করে দেওয়া হয় ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে।
এবার তারই পাল্টা দিলেন রোহিত শর্মা। স্মিথ তখন ক্রিজে, আর তাঁর সামনে দাঁড়িয়ে একই কাজ করতে দেখা গেল ‘হিটম্যান’কে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। ভারতীয় ক্রিকেটপ্রেমীরাও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন সেই মুহূর্ত। এছাড়াও ওয়ার্নারের আউটের সময় আম্পায়ারকে যেভাবে নকল করেছেন রোহিত, তা নিয়েও অনেকে হাসাহাসি করেছেন।