বর্তমানে গোটা দেশেই অযোধ্যায় রাম মন্দির তৈরির জন্য চাঁদা তোলা হচ্ছে। যেখানে অনুদান দিয়েছেন স্বয়ং দেশের রাষ্ট্রপতিও। তেমনই যোগীরাজ্যেই এই চাঁদা তোলার সময় মুসলিম সম্প্রদায়ের নামে গালিগালাজ ও উস্কানিমূলক মন্তব্য করেছিলেন দুজন। যার জেরে গ্রেফতার হতে হল তাঁদের। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহরে। এই বিষয়টি প্রকাশ্যে আসার পরেই জোর বিতর্ক শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বুধবার উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলার শিখরপুর এলাকায় রাম মন্দির তৈরির অর্থ সংগ্রহের জন্য একটি মোটরবাইক ব়্যালির আয়োজন করেছিল বিশ্ব হিন্দু পরিষদ। সই কর্মসূচিতে অংশ নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষদের গালিগালাজ করার পাশাপাশি উস্কানিমূলক মন্তব্য করে বুলন্দশহরের দুই যুবক ঋত্বিক ও শিবম। পরে সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়।
গত বৃহস্পতিবার দুই যুবকের নামে একাধিক ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। আর রবিবার বুলন্দশহর থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। এই ঘটনার পর বিশ্ব হিন্দু পরিষদের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করে বিজেপি বিরোধীরা। যোগী আদিত্যনাথের সরকারের মদতেই এই ধরনের ঘটনা ঘটছে বলে অভিযোগ জানাতে থাকে। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি জানিয়ে ধৃতদের সঙ্গে তাদের সংগঠনের কোনও যোগাযোগ নেই বলেই দাবি করে ভিএইচপি।
পুলিশ সূত্রে খবর, গত বুধবার ওই ঘটনা ঘটার পরেই বুলন্দশহর জেলাজুড়ে উত্তেজনা ছড়ায়। এরপরই ঘটনাস্থলের ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করার কাজ শুরু করা হয়। রবিবার দুই অভিযুক্ত ঋত্বিক ও শিবমকে গ্রেফতার করে ভারতীয় দণ্ডবিধির ১৫৩-এ, ২৯৫-এ ও ৫০৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।