মুম্বইয়ের কাছে হারের পরেও জয়ের মুখ দেখতে ব্যর্থ এটিকে মোহনবাগান। ফলে লিগ টেবিলে মুম্বইয়ের ঘাড়ে নিঃশ্বাস ফেলার স্বপ্নও আপাতত থমকে গেল। এফসি গোয়ার বিরুদ্ধে ড্র করে লিগ টেবিলে দ্বিতীয় স্থানেই থাকল সবুজ-মেরুন। ১১ ম্যাচে ২১ পয়েন্ট হল তাদের। অপরদিকে, এক ম্যাচ বেশি খেলে গোয়ার পয়েন্ট ১৯।
এদিন শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে খেলা জমে ওঠে। দু’দলই একাধিক বার গোলের কাছে পৌঁছে গিয়েছিল। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতা এবং মিস পাসের কারণে প্রথমার্ধে গোলটাই হয়নি। ভাগ্যও সহায় ছিল না দু’দলের। এটিকে মোহনবাগানের শুভাশিস বসুর হেড পোস্টে লেগে ফিরে আসে। গোয়ার শেরিটনের শটেরও পরিণতি একই হয়।
বিরতির পরও একইরকম আক্রমণাত্মক খেলা হতে থাকে। এই সময় গোয়ার আক্রমণই বেশি ছিল। তবে সন্দেশ-তিরিদের রক্ষণে এসে সেই সমস্ত আক্রমণ বাধাপ্রাপ্ত হয়। এই সময় বেশ কয়েকটি সহজ সুযোগও নষ্ট করে গোয়ার খেলোয়াড়রাও।চিরাচরিত প্রতি আক্রমণেই খেলতে থাকেন রয় কৃষ্ণরা। শেষপর্যন্ত ৭৫ মিনিটে এডু গার্সিয়া অসাধারণ ফ্রি-কিকে গোল করে এটিকে মোহনবাগানকে এগিয়ে দেন। বক্সের বাইরে রয় কৃষ্ণকে ফাউল করা হয়। ফ্রি কিক পায় এটিকে মোহনবাগান। সেই ফ্রি কিক থেকে গোলটি করেন এডু।
গোল হজম করার পরই আক্রমণের ঝাঁঝ বাড়ায় গোয়া। আর দশ মিনিট পর গোলটি শোধও করে দেয় তারা। ইশান পন্ডিতা গোয়ার হয়ে গোলটি করেন। এডু বেদিয়ার ভাসানো কর্নার থেকে হেড করেন জেমস। কিন্তু সেটি বাঁচান অরিন্দম। তাতেও শেষরক্ষা হয়নি। ফিরতি বলে গোল করে যান ইশান। এরপর ফের এগিয়ে যেতে পারত সবুজ-মেরুন ব্রিগেড। ৮৯ মিনিটে মনবীরের হেড পোস্টে লেগে ফেরে। শেষদিকে গোয়াও বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু তারাও আর গোল করতে পারেনি। ফলে এক পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হল দু’দলকে।