আজ তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে বসেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সেখানে রাজ্যের স্কুল-কলেজ খোলা নিয়ে বড় ইঙ্গিত দেন তিনি। পাশাপাশি দলত্যাগীদের কটাক্ষ করে তিনি বলেন, “যাঁরা দলে থাকতে চান না, তাঁরা থাকবেন না। কারও হৃদয়ে ব্যথা আছে, কারও পায়ে ব্যথা আছে! কোথায় আসল ব্যথা জানি না।”
এরপরই করোনা টিকাকরণ নিয়ে পার্থ বলেন, “আমরা রাজ্যের প্রত্যেক মানুষকেই ভ্যাকসিন দিতে চাই। বরঞ্চ সেই ভ্যাকসিনেরই সরবরাহ দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। কী কারণে দিচ্ছে না জানি না। ভ্যাকসিন নিয়ন্ত্রণের নাম করে তারা রাজনীতি করছে। পর্যাপ্ত ভ্যাকসিন পাঠাচ্ছে না। এই ভ্যাকসিন বণ্টনে নিয়ন্ত্রণ কেন্দ্রের হাতেই রয়েছে। কিন্তু বিজেপি মানুষের জীবন নিয়েও রাজনীতি করছে। ওদের মত সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদের সবার একজোট হওয়া উচিত।”
এছাড়াও এদিন ক্যানিংয়ে কর্মিসভা করেন পার্থ। সেখান থেকে তিনি বিজেপিকে উদ্দেশ্য করে কটাক্ষের সুরে বলেন, “আজ বিজেপি নেতারা লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ড তুলছে। একুশের ভোটের পর তৃণমূল কংগ্রেস করতেও লাইন দেবে।” বাংলার মাটি না চিনেই, বাংলাকে আক্রমণ করছে বিজেপি। এদিন সেই নিয়েও সরব হয়েছিলেন পার্থ। এরপর তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই যাযাবর দলকে ভোটের মাধ্যমে মোক্ষম শিক্ষা দিতে হবে। আপনারা এই লড়াইয়ে এগিয়ে আসুন।”