করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হতেই ট্রেন-বাস সহ অন্যান্য সমস্ত কিছুই ধীরে ধীরে চালু হয়ে গিয়েছে। তবে এখনও বন্ধ স্কুল কলেজ। সেই যে গত বছরের মার্চের মাঝামাঝি সময় রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ হয়েছে, তা আর খোলেনি। এই পরিস্থিতিতে কবে তা খুলবে, সেই প্রশ্ন ঘোরাফেরা করছে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে। আজ তৃণমূল ভবনে সে বিষয়েই খোলাখুলি জবাব দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে পার্থবাবু বলেন, “আপাতত রাজ্যের সমস্ত স্কুল-কলেজ-সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি স্যানিটাইজেশনের কাজ চলছে। তারপর সব দিক বিবেচনা করে রাজ্য সরকারের সঙ্গে কথা বলেই তা করতে হবে।” এরপর শিক্ষামন্ত্রী আরও বলেন, “স্কুল, কলেজ খুললেই তো হবে না। ছাত্রছাত্রীরা যাতে সেখানে গিয়ে করোনা আক্রান্ত না হয় সে ব্যাপারেও খেয়াল রাখতে হবে। ইতিমধ্যেই অনেক রাজ্য স্কুল খুলেছিল। কিন্তু সংক্রমণ ছড়ানোয় ফের তা বন্ধ করে দিতে হয়েছে।”
তাঁর কথায়, “শিক্ষার সঙ্গে পড়ুয়াদের স্বাস্থ্যের দিকটাও আমাদের নজরে রাখতে হচ্ছে। সবদিক বিবেচনা করেই আমাদের গুরুত্ব দিয়ে পঠনপাঠন চালাতে হবে। তাই আমরা প্রযুক্তির দিকে বিশেষ নজর দিয়েছি।” এর পাশাপাশি সাংবাদিক বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় আজ বলেছেন, অলচিকি ভাষায় শিক্ষক নিয়োগের যে কাজ তা ৩ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন হয়ে যাবে। একইসঙ্গে এসএসসি প্রার্থীদের হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নিয়োগ হবে বলেও সাফ জানিয়ে দেন শিক্ষামন্ত্রী।