গতকাল হুগলিতে তৃণমূল কার্যালয়ে ভাঙচুর চালানোর পর এবার উত্তর ২৪ পরগণার নৈহাটিতে তৃণমূলের পার্টি অফিসে বোমাবাজির ঘটনা ঘটল। যেই হামলাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল এলাকা। রাত আড়াইটে নাগাদ নৈহাটির ৬ নম্বর বিজয়নগর এলাকায় তৃণমূলের কার্যালয়ের সামনে বোমাবাজি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
জানা গিয়েছে, গতকাল মধ্যরাতে পরপর দু’বার বিকট শব্দ পান নৈহাটি ৬ নম্বর বিজয়নগর ও সংলগ্ন এলাকার বাসিন্দারা। ভয়ে রাতে কেউ বের হননি। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতেই জানা যায়, রাত প্রায় আড়াইটে নাগাদ ওই এলাকার তৃণমূল কার্যালয়ের সামনে বোমাবাজি করা হয়। পরপর দুটি বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তদের খোঁজ শুরু করা হয়েছে। তৃণমূলের অভিযোগ, ঘটনার নেপথ্যে রয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই। তারাই পরিকল্পনামাফিক এই বোমাবাজি করিয়েছে। তবে এবিষয়ে এখনও পর্যন্ত বিজেপির কোনও প্রতিক্রিয়া মেলেনি।
প্রসঙ্গত, নির্বাচন যত এগিয়ে আসছে শাসক-বিরোধী তরজা ততই বাড়ছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তি-সংঘর্ষের খবর প্রকাশ্যে আসছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের নেতা কর্মীদের মারধর, কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। গতকালই হুগলিতে তৃণমূলের একটি দলীয় কার্যালয়ে হামলা চালায় কয়েকজন। ভাঙচুর চালান হয় কার্যালয়ের ভিতরে। ভেঙে দেওয়া হয় অফিসের চেয়ার টেবিল। এমনকি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত পোস্টারও ছিঁড়ে তছনছ করা হয়।