তৃণমূল ভবনে আজ দুপুরে সাংবাদিক সম্মেলনে বসে ফের বিজেপিকে লক্ষ্য করে তুমুল কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। এর পাশাপাশি রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত ‘দুয়ারে সরকার’ কর্মসূচির নজিরবিহীন সাফল্যের কথাও তুলে ধরেন। এই কর্মসূচীতে মানুষের বিপুল জনসমর্থন দেখে বিজেপি মানসিক ভারসাম্য হারিয়েছে বলে তিনি কটাক্ষ করেন।
তিনি বলেন, “মানসিক ভারসাম্য হারিয়েই বিজেপি তাঁদের সোশ্যাল ও অ্যান্টিসোশ্যাল সাইটে অপপ্রচার চালাচ্ছে দুয়ারে সরকার কর্মসূচির বিরুদ্ধে। আসলে বাংলায় বিজেপির নিজস্ব কোনও কর্মসূচি নেই, তৃণমূলকে গালাগাল দেওয়া ছাড়া। আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দুটোই লক্ষ্য- শান্তি ও প্রগতি। তাই মানুষের দুয়ারকে যারা যমের দুয়ার বলেন, তাদের থেকে সাবধান থাকা প্রয়োজন আপামর বঙ্গবাসীর।”
এদিন সুখেন্দুবাবু জানিয়েছেন, “এই দুয়ারে সরকার কর্মসূচি শেষ হতে এখনও দিন ১৫ বাকি। কিন্তু তার আগেই টার্গেট পূরণে রেকর্ড গড়েছে এই কর্মসূচি। ১ মাসেরও কম সময়ে, রাজ্যের তফসিলি, আদিবাসী এবং অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ভুক্ত মানুষদের মধ্যে ১০ লক্ষেরও বেশি এসসি-এসটি-ওবিসি সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। এছাড়াও, স্বাস্থ্যসাথী কার্ড প্রদানেও নজিরবিহীন সাফল্য লাভ করেছে। লক্ষ্য করে দেখা গিয়েছে, বিরোধী শিবিরের যারা এই প্রকল্প নিয়ে কটাক্ষ করেছিলেন, তাঁরাই সবার আগে এই কার্ড করাতে ছুটে গিয়েছেন।”