বেশ কিছুদিন ধরেই নয়া নাগরিকত্ব আইন নিয়ে বিজেপির অন্দরে চাপ তৈরি করছেন দলের মতুয়া নেতারা। সম্প্রতি বোলপুরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেন বিধানসভা ভোটের আগে রাজ্যে সিএএ নয়। শাহের সেই ঘোষণার পর থেকেই ক্ষোভ দানা বেঁধেছে মতুয়াদের মনে। এই পরিস্থিতিতে নাগরিকত্ব আইন নিয়ে মতুয়া সম্প্রদায়কে আশ্বস্ত করতে এ মাসেই ফের রাজ্যে আসার কথা শাহের।তবে তার আগেই এবার এই আইনের বিপদ বোঝাতে বনগাঁ মহকুমায় তিনটি প্রচার কর্মসূচী নিল তৃণমূল। বনগাঁ জেলা দলের কোঅর্ডিনেটর নির্মল ঘোষ বৃহস্পতিবার জানিয়েছেন, সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হলে যে সকলের নাগরিকত্ব চলে যাবে তা বোঝাতেই এই কর্মসূচী।
নাগরিকত্ব আইন তৈরি হওয়ার পর তা নিয়ে টালবাহানার অভিযোগ ছিল মতুয়াদের একাংশের মধ্যে। তা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছিলেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরই। নির্বাচনের আগে এই পরিস্থিতি সামাল দিতে আগামী ৩০ জানুয়ারি বনগাঁয় আসার কথা শাহের। বিজেপি সূত্রের খবর, সেখানেই একটি জনসভা করে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা স্পষ্ট করতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার আগে ২২ জানুয়ারি তিনটি জায়গায় প্রচার কর্মসূচীতে নেমে পড়ছে তৃণমূল। সম্প্রতি মতুয়া অধ্যুষিত বনগাঁ ও রানাঘাটে ইতিমধ্যেই সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন নাগরিকত্ব আইন নিয়ে দল ও সরকারের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। এ বার দলের তরফে স্থানীয় স্তরে এই কর্মসূচিতে নামছেন জেলার মন্ত্রী, দলীয় সাংসদ ও বিধায়কেরা। নির্মল জানিয়েছেন, দলের বিধায়ক ও সাংসদরা স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে এই তিনটি জায়গায় সারা দিন থাকবেন।