কোভিডের নতুন স্ট্রেন নিয়ে ইতিমধ্যেই বিশ্বজুড়ে ছড়িয়েছে উদ্বেগ। এবার তার প্রকোপ পড়ল ক্রিকেটেও। খবর মিলেছে, করোনাভাইরাসের নতুন যে স্ট্রেন পাওয়া গিয়েছে, তাতেই আক্রান্ত হয়েছেন ইংরেজ অলরাউন্ডার মইন আলি। শ্রীলঙ্কার তরফ থেকে এই খবর জানানো হয়েছে। শ্রীলঙ্কার সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এসেছে ইংল্যান্ড। পৌঁছোনোর পর সিরিজ শুরুর দশ দিন আগে পজিটিভ আসে ৩৩ বছর বয়সী মইনের কোভিড পরীক্ষার ফলাফল। স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন শ্রীলঙ্কা।
সংক্রমণের ফলস্বরূপ ইতিমধ্যেই মইন আলির কোয়ারেন্টাইনের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে। করোনার হালকা উপসর্গ এবং ক্লান্তি দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই কারণে ইংল্যান্ডের আরেক অলরাউন্ডার ক্রিস ওকসও প্রথম টেস্টের দল থেকে ছিটকে গিয়েছেন। এই সম্ভাবনার কথা জানিয়েছিলেন ওকস। ‘‘আমার পক্ষে প্রথম টেস্টে খেলা অনিশ্চিত। কারণ আমি ভাল ভাবেই মইনের সংস্পর্শে এসেছিলাম। আমাকেও সাত দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।’’ জানান এই ইংরেজ অলরাউন্ডার।
এপ্রসঙ্গে শ্রীলঙ্কার ডেপুটি চিফ এপিডেমিওলজিস্ট হেমন্ত হেরাথ জানিয়েছেন, আক্রান্ত মইনের শরীর থেকে যাতে নতুন ভাইরাসের সংক্রমণ না ছড়ায়, তার জন্য সতর্ক পুরো শ্রীলঙ্কা। নেওয়া হচ্ছে প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা। স্বাভাবিকভাবেই শ্রীলঙ্কা সিরিজে অনিশ্চিত হয়ে পড়লেন মইন।