করোনা ভাইরাসের দাপট কিছুটা নিয়ন্ত্রণে এলেও আতঙ্ক এখনও কমেনি বিশ্ববাসীর মনে। পাশাপাশি মিলেছে এই ভাইরাসের নয়া স্ট্রেন। তা নিয়েও চিন্তিত সবাই। এর মধ্যেই করোনায় আক্রান্ত হলেন আরেক বিখ্যাত ক্রীড়াব্যক্তিত্ব। তিনি ব্রিটিশ টেনিস খেলোয়াড় অ্যান্ডি মারে। সংক্রমণের জেরে আসন্ন অস্ট্রেলিয়ান ওপেনে অনিশ্চিত হয়ে পড়লেন তিনি। আপাতত সারের বাড়িতে নিভৃতবাসে রয়েছেন মারে। প্রসঙ্গত, এই সপ্তাহেই বিশেষ চার্টার বিমানে মেলবোর্নে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু এখন মারেকে সম্পূর্ণ সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আগামী ৮ই ফেব্রুয়ারি থেকে বছরের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেন শুরু হবে। তার আগে এই ৩৩ বছর বয়সী টেনিস তারকা পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন কিনা, তা নিয়ে রয়েছে যথেষ্ট ধোঁয়াশা।
অস্ট্রেলিয়ায় নতুন করে করোনা থাবা বসানোর কারণে এবারের অস্ট্রেলিয়ান ওপেন নির্ধারিত সময়ের থেকে তিন সপ্তাহ পরে শুরু হচ্ছে। উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে কোনও ঝুঁকি নেওয়া হচ্ছে না। খেলোয়াড়দের মেলবোর্নে যাওয়ার জন্য ১৫টি বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে। তাতে ২৫ শতাংশের বেশি কাউকে উঠতে দেওয়া হচ্ছে না। বিমানে ওঠার আগে প্রত্যেককে নেগেটিভ করোনা রিপোর্ট নিয়ে আসতে হবে। মেলবোর্নে পৌঁছোনোর পর প্রত্যেকের ফের কোভিড পরীক্ষা হবে। রিপোর্ট আসা পর্যন্ত সবাইকে থাকতে হবে আইসোলেশনে।
করোনা বিধি অনুযায়ী, অস্ট্রেলিয়ায় পৌঁছোনোর পরে ১৪ দিনের নিভৃতবাসে থাকার নিয়ম রয়েছে। কিন্তু অস্ট্রেলিয়ান ওপেনের ক্ষেত্রে প্রতিদিন পাঁচ ঘণ্টা করে অনুশীলন করার অনুমতি দেওয়া হয়েছে খেলোয়াড়দের।