সৈয়দ মুস্তাক আলি টি-২০-তে দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে এবার বাংলার বাঁহাতি ওপেনার বিবেক সিংহ-কে নিয়ে দড়ি টানাটানি শুরু হয়ে গেল বিরাট কোহলি ও রোহিত শর্মার দলের মধ্যে। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। সবকিছু ঠিকঠাক থাকলে আসন আইপিএলে এই বিস্ফোরক ব্যাটসম্যানকে মুম্বই বা ব্যাঙ্গালোরের হয়ে খেলতে দেখা যেতে পারে। প্রথমে উড়িষ্যার বিরুদ্ধে অপরাজিত ৫৪। পরের ম্যাচেই ঋষভ পন্থের মতো কাউন্টার অ্যাটাক করে ঝাড়খণ্ডের বিরুদ্ধে টি-২০ ফরম্যাটে প্রথম শতরান। তাও ৬৪ বলে। ১৩টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি দিয়ে তাঁর ইনিংস সাজানো ছিল। স্ট্রাইক রেট ১৫৬.২৫! প্রতিযোগিতায় বিবেকের ব্যাটিং তান্ডব চলছেই।
মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্পটার-রা ইতিমধ্যেই বিবেকের ব্যাটিংয়ের সাক্ষী থেকেছেন। শোনা যাচ্ছে আরসিবি নাকি এই বিস্ফোরক ব্যাটসম্যানকে নিতে বেশি আগ্রহী। লম্বা শট মারার পাশাপাশি দারুণ ফিল্ডিং, প্রয়োজনে উইকেটকিপিং ও বোলিং করতে পারেন বিবেক। তাই তাঁর এই অলরাউন্ড প্রতিভার জন্য আরসিবি থিঙ্ক ট্যাঙ্ক আরও বেশি আগ্রহী হয়ে পড়েছে। তবে মুম্বইকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ক্রিকেটকে পূর্ণাঙ্গ বিদায় জানানোর পর এখন মুম্বইয়ের স্পটার হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন প্রাক্তন ক্রিকেটার পার্থিব প্যাটেল। ইতিমধ্যেই তাঁর নোটবুকেও বিবেকের নাম উঠে গিয়েছে।
তবে শুধু বিবেক নন। আইপিএল জগতে আরও দুই তরুণ প্রবেশ করতে পারেন। গত বছর রাজস্থান রয়্যালসের নেট বোলার হিসেবে সংযুক্ত আরব আমিরাতে উড়ে গিয়েছিলেন ডানহাতি পেসার আকাশ দীপ। তাঁকেও স্পটারদের মনে ধরেছে। এদিকে উড়িষ্যার বিরুদ্ধে অভিষেক ম্যাচেই ব্যাটিং ও ফিল্ডিং করে সবার মন জয় করেছিলেন শুভঙ্কর বল। সেই ম্যাচে ২৩ বলে ৩৪ রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান। তাই তাঁকে নিয়েও আইপিএলের বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি ভাবনাচিন্তা করছে।