পূর্ব মেদিনীপুর জেলা তৃণমল সভাপতির পদ থেকে সরানো হল শিশির অধিকারীকে। নতুন সভাপতি করা হয়েছে রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্রকে। তৃণমূল পূর্ব মেদিনীপুর জেলার চেয়ারম্যান হলেন শিশির অধিকারী। বুধবার তৃণমূলের পক্ষ থেকে এ খবর জানানো হয়।
জেলা কো অর্ডিনেটরের পদেও রদবদল হয়েছে। সেখান থেকে সরানো হয়েছে অধিকারী পরিবারের ঘনিষ্ঠ আনন্দ অধিকারীকে। তবে এখনও চেয়ারম্যান পদে রইলেন শিশির। এই প্রসঙ্গে একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমকে সৌমেন মহাপাত্র বলেন, ‘শিশির অধিকারীর সুস্থতা কামনা করি। তিনি প্রণম্য নেতা। তাঁকেই প্রথম দূরাভাষে জানাব।’
মঙ্গলবারই শিশির অধিকারীর প্রশাসনিক ক্ষমতা খর্ব করা হয়েছিল। তাঁকে দিঘা–শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দিয়ে সেই পদ দেওয়া হয় অখিল গিরিকে। আর তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই জেলা তৃণমূল সভাপতির পদ থেকেও সরিয়ে দেওয়া হল তৃণমূল সাংসদ শিশির অধিকারীকে।
এই প্রসঙ্গে গতকাল অখিল গিরি বলেছিলেন, শিশির অধিকারী ডিএসডিএ-এর বৈঠক ডাকছিলেন না। কাজে গতি আনতেই এই রদবদল। বুধবারও তিনি বলেন, শিশিরবাবু অসক্রিয় থাকায় সাংগঠনিক কাজ দুর্বল হয়েছিল। সেই কারণেই এই রদবদল।